উত্তরপ্রদেশে রামপুর (Rampur) ও খাতৌলি (Khatauli) বিধানসভা এবং মৈনপুরি (Mainpuri) লোকসভা উপনির্বাচনে (Bypoll) বিজেপির (BJP) বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছে সমাজবাদী পার্টি (SP)। যদিও আজই এই আসনে ভোটগ্রহণ চলছে।
এসপি অভিযোগ করেছে, বুথ থেকে তাদের দলের (SP) কর্মীদের বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি এলাকায় ইভিএম (EVM) গণ্ডগোল করেছে।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করহালের বালপুরা গ্রামের একটি ভোটকেন্দ্রে মুসলিম ভোটারদের তাদের অধিকার প্রয়োগে (ভোট দানে) বাধা দিচ্ছে বিজেপির এজেন্টরা (BJP Agent)।
এক টুইট বাতায় খাতৌলি উপনির্বাচনে ‘পুলিশের বিরুদ্ধে 'বিজেপি এজেন্ট' হিসাবে কাজ করার জন্য অফিসার রাকেশ কুমার সিংকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে’ সমাজবাদী পার্টি।
মৈনপুরী লোকসভা কেন্দ্রের অধীন ভোগাঁওতেও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে অখিলেশ যাদবের দল (SP)। দলের তরফে দাবি করা হয়েছে বিজেপির নির্দেশে বেশ কয়েকটি বুথে বুথ এজেন্টদের গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।
একইসঙ্গে, করহালের একটি ভোট কেন্দ্রে, ভোটের হার (শতাংশ) কমাতে আইডি চেকের নামে জনসাধারণকে হয়রানি করছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এছাড়া, ইটাওয়া জেলার যশবন্তনগরে, ত্রুটিপূর্ণ ইভিএমের কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টি।
বিজেপির বুথ এজেন্টদের মাধ্যকে ভোটারদের প্রভাবিত করতে ভোগাঁয় (Bhogaon) টাকা বিলির করা হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ এনেছে SP। এ নিয়ে টুইটারে একটি ভিডিও পোষ্ট করেছে সমাজবাদী পার্টি।
এছাড়া, রামপুরের একটি ভোটকেন্দ্রের কাছে সমাজবাদী পার্টির ক্যাম্পে বিজেপির কর্মীরা হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে শুধু সমাজবাদী পার্টি (SP) নয়, এই নির্বাচনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে রাষ্ট্রীয় লোকদল (RLD)ও। তাঁরা দাবি করেছে, রাজ্য প্রশাসন বিজেপির হয়ে কাজ করেছে।
এরই মাঝে, রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়েছে বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। তারাও সেখানে নির্বাচনকে প্রভাবিত করার জন্য সমাজবাদী পার্টির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
সমাজবাদী পার্টির (SP) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) মৃত্যুর কারণে মৈনপুরি লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে। এই আসনে বিজেপির রঘুরাজ সিং শাক্যের বিরুদ্ধে লড়ছেন SP সভাপতি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav)।
অন্যদিকে, দুটি পৃথক পৃথক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর SP বিধায়ক আজম খান (Azam Khan) ও BJP বিধায়ক বিক্রম সিং সাইনি (Vikram Singh Saini)-র বিধায়ক পদ খারিজ হয়েছে। তাই, রামপুর সদর ও খাতৌলি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রামপুর সদরে SP-র অসীম রাজার (Asim Raja) বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন BJP বিধায়ক শিব বাহাদুর সাক্সেনার ছেলে আকাশ সাক্সেনা (Akash Saxena)।
খাতৌলি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিক্রম সিং সাইনির স্ত্রী রাজকুমারী সাইনি’ (Rajkumari Saini)-র সঙ্গে লড়াই চলছে আরএলডি (RLD) প্রার্থী মদন ভাইয়ার (Madan Bhaiya)।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন