UP Polls 22: উত্তরপ্রদেশে নয়, গুজরাট বিধানসভা নির্বাচনে “প্রকৃত চমক” হবে - অখিলেশ যাদব

তিনি দাবি করেন – উত্তরপ্রদেশের জনগণ তাঁদের রায় দিয়ে দিয়েছেন। এখানে কোন চমক আসবে না। কৃষক, তরুণ ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষ মনস্থির করে ফেলেছেন, সমাজবাদী পার্টির জোট সরকার গঠন করবে।
অখিলেশ যাদব
অখিলেশ যাদব ফাইল ছবি, অখিলেশ যাদবের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

উত্তরপ্রদেশের নির্বাচনে কোনও আশ্চর্যজনক ফলাফল হবে না। এই বছরের শেষের দিকে গুজরাট বিধানসভা নির্বাচনে “প্রকৃত চমক” হবে। শনিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশে সরকার গঠনের দাবি করে বলেন যে, উত্তরপ্রদেশের মানুষ ইতিমধ্যে তাঁদের রায় দিয়ে দিয়েছেন এবং বিজেপি ‘নার্ভাস’।

তাঁর কথায়, “বিজেপি ইতিমধ্যেই হেরে বসে আছে।” রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরীর সাথে সংবাদিক সম্মেলনে বসে তিনি বলেন, “মহাত্মা গান্ধীর হত্যাকারীদের যারা সম্মান দিয়েছে, তাদেরকে (বিজেপি) ভোটাররা উচিৎ শিক্ষা দেবে এবং উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল রাজ্যে খুশি নিয়ে আসবে।”

পাশাপাশি তিনি দাবি করেন – “উত্তরপ্রদেশের জনগণ তাঁদের রায় দিয়ে দিয়েছেন। এখানে কোন চমক আসবে না। কৃষক, তরুণ ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষ মনস্থির করে ফেলেছেন, সমাজবাদী পার্টির জোট সরকার গঠন করবে।” তিনি আরও বলেন – “আসল চমক আসবে গুজরাট থেকে, যেখানে উত্তরপ্রদেশের পরে নির্বাচন হবে।”

সাংবাদিকরা তিনটি কৃষি আইন বাতিল করার বিষয়ে জানতে চাইলে অখিলেশ যাদব বলেন - “বিজেপি কৃষকদের ‘অপমানিত’ করেছে। কৃষকরা কীভাবে ভুলে যাবেন যে বিজেপি তাঁদের সাথে কেমন ব্যবহার করেছে?”

নির্বাচনে রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, “আজ আমি খুশি যে জয়ন্ত চৌধুরীজী আমার সাথে আছেন এবং আমরা দুজনেই কৃষকদের জন্য লড়াই তে একসাথে কাজ করছি। উত্তরপ্রদেশের জনগন খুব ভালোভাবেই জানেন যে চৌধুরী চরণ সিং কৃষকদের জন্য লড়াই করেছিলেন। যারা এখানে কৃষকদের জন্য লড়াই করছেন, এই নির্বাচনে তাদের সকলের কাছে সুযোগ আছে চৌধুরী চরণ সিং-র লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার।”

অখিলেশ যাদব
UP Polls 22: যোগী আদিত্যনাথকে দেখে অনুপ্রানিত, টিকিট পেতে আগ্রহী অযোধ্যার অধিকাংশ সাধু

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in