UP Polls 22: সাইকেলের অপমান জাতির অপমান, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় অখিলেশ যাদব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। গতকাল এক ট্যুইট বার্তায় অখিলেশ যাদব বলেন, সাইকেলের অপমান মানে জাতির অপমান।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবফাইল চিত্র সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। গতকাল এক ট্যুইট বার্তায় অখিলেশ যাদব বলেন, সাইকেলের অপমান মানে জাতির অপমান। উল্লেখ্য, সম্প্রতি সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল প্রসঙ্গে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদ সিরিয়াল ব্লাস্ট প্রসঙ্গ টেনে এনে জানিয়েছিলেন, বিস্ফোরণের চক্রান্তকারীরা সাইকেলে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটিয়েছিলো এবং সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীকও সাইকেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে অখিলেশ যাদব বলেন, দেশের গরিব মানুষের ভরসার সাথী সাইকেল। যা তাঁরা যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। বাইসাইকেল কৃষকদের উন্নয়নের প্রতীক। আমাদের বাইসাইকেল আমাদের কন্যাসন্তানকে স্কুলে পৌঁছে দেয়। এই মূল্যবৃদ্ধির সময় বাইসাইকেলই আমাদের একমাত্র সাথী।

নিজের করা ট্যুইটে অখিলেশ আরও বলেন, আমাদের বাইসাইকেল হল সাধারণ মানুষের এরোপ্লেন এবং গ্রামীণ ভারতের গর্ব। বাইসাইকেলকে অপমান করার অর্থ দেশের মানুষকে, জাতিকে অপমান করা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in