UP Polls 22: লাভ জিহাদে জরিমানা ১ লাখ, ১০ বছরের জেল - উত্তরপ্রদেশে BJP-র ভোট প্রতিশ্রুতি

চাষীদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, কলেজ ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুটি, প্রতিটি পরিবারের কমপক্ষে একজনের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে ইশতেহারে। বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হবে।
নির্বাচনী ইশতেহার প্রকাশ BJP-র
নির্বাচনী ইশতেহার প্রকাশ BJP-রছবি সংগৃহীত

ক্ষমতায় ফিরলে 'লাভ জিহাদে' দোষী সাব্যস্ত ব‍্যক্তির ন‍্যূনতম ১০ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হবে। উত্তরপ্রদেশে নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দিল বিজেপি। মুসলিম ছেলের সাথে হিন্দু মেয়ের আন্তঃধর্মীয় বিয়েকে বোঝাতে লাভ জিহাদ শব্দটি ব‍্যবহৃত হয়।

আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন উত্তরপ্রদেশে। মঙ্গলবার অমিত শাহ, যোগী আদিত্যনাথের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। সেখানে লাভ জিহাদে দোষীদের জেল-জরিমানার কথা বলা হয়েছে।

গতবছর লাভ জিহাদ আইন কার্যকর করে যোগী সরকার, যার পোশাকি নাম উত্তরপ্রদেশ প্রোহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ন অর্ডিন্যান্স, ২০২০। ২৮ নভেম্বর কার্যকর হওয়া এই আইনে কাউকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে দোষী সাব্যস্ত ব‍্যক্তির ৫ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। নাবালিকাকে ধর্মান্তরিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হলে জেলের মেয়াদ ১০ বছর এবং জরিমানা ২৫ হাজার টাকা করা হবে। যদি গণহারে ধর্মান্তরিত করা হয় তাহলে দোষীদের ১০ বছরের জেলের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

এদিন প্রকাশিত ইশতেহারে, যার নাম দেওয়া হয়েছে 'লোক কল‍্যাণ সঙ্কল্প পত্র', আমজনতার জন্য একাধিক বিনামূল্যে সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চাষীদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, উজ্জ্বলা যোজনার আওতায় বছরে দুটি করে (একটি হোলিতে, অন‍্যটি দিওয়ালিতে) এলপিজি সিলিন্ডার, ষাটোর্ধ্ব মহিলাদের গণপরিবহনে বিনামূল্যে ভ্রমণ, কলেজ ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুটি দেওয়ার প্রতিশ্রতি দেওয়া হয়েছে।

রাজ‍্যের মাথাপিছু আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। প্রতিটি পরিবারের কমপক্ষে একজনের চাকরি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং রাজ‍্যে ১০ লক্ষ কোটি পর্যন্ত বিনিয়োগ আকর্ষণ করার কথা বলা হয়েছে ইশতেহারে। বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হবে।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করে অমিত শাহ বলেন, "কয়েকদিন আগে অখিলেশ যাদব আমাদের ২০১৭ সালের ইশতেহার দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন আমরা কী কী করতে পেরেছি। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের ২১২টি প্রতিশ্রুতির মধ্যে ৯২ শতাংশ পূরণ হয়েছে। পাঁচ বছর আগে উত্তরপ্রদেশকে দাঙ্গা-প্রবণ রাজ‍্য হিসেবে বিবেচনা করা হতো। মা-বোনেরা নিরাপদ ছিলেন না। এখন উত্তরপ্রদেশ নিরাপদ।"

নির্বাচনী ইশতেহার প্রকাশ BJP-র
PM Cares: কোভিড কালে সংগ্রহ প্রায় ১১ হাজার কোটি, খরচ হয়নি ৬৪ শতাংশই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in