UP Polls 22: রামপুরে RLD নেতা জয়ন্ত চৌধুরীর নামে শ্লোগান তোলায় ৬ পুলিশ কর্মীকে নোটিশ

রামপুর জেল সুপারিন্টেনডেন্ট প্রশান্ত মৌর্য জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ৬ কনস্টেবলের কাছ থেকে তাঁদের আচরণের জবাব চাওয়া। তাঁদের জবাবের পর তথ্য যাচাই করে এঁদের শাস্তির ব্যবস্থা করা হতে পারে।
কৃষক বিক্ষোভে জয়ন্ত চৌধুরী
কৃষক বিক্ষোভে জয়ন্ত চৌধুরীফাইল ছবি, জয়ন্ত চৌধুরী ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের বিরোধী জোটের নেতা জয়ন্ত চৌধুরীর নামে শ্লোগান দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ ধরানো হল ৬ পুলিশ কনস্টেবলকে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এই ৬ কনস্টেবলকে আরএলডি প্রধান ‘জয়ন্ত চৌধুরী জিন্দাবাদ’ বলতে শোনা গেছিলো।

রামপুর জেল সুপারিন্টেনডেন্ট প্রশান্ত মৌর্য জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ৬ কনস্টেবলের কাছ থেকে তাঁদের আচরণের জবাব চাওয়া। তাঁদের জবাবের পর তথ্য যাচাই করে এঁদের শাস্তির ব্যবস্থা করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি এই ৬ কনস্টেবলকে রামপুর জেলে বদলি করা হয়।

যদিও, অভিযুক্ত ৬ কনস্টেবল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁরা গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দেশাত্মবোধক গানের সঙ্গে নাচছিলেন এবং তাঁদের বন্ধু জনৈক জয়ন্ত চৌধুরীর নামে শ্লোগান দিচ্ছিলেন। তাঁরা যার নামে শ্লোগান দিচ্ছিলেন তিনি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী নন। তাঁরা আরও জানিয়েছেন, তাঁদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন নেই।

কনস্টেবলদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধু জয়ন্ত চৌধুরী সম্প্রতি এক প্রশংসাসূচক চিঠি পান। আমরা সেই আনন্দ উদযাপন করছিলাম এবং নাচতে নাচতে বন্ধুর নামে শ্লোগান দিচ্ছিলাম। আমরা ভাবিনি কেউ এই ঘটনার ভিডিও করবে এবং ভুল তথ্য সহ তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।

ঘটনা প্রসঙ্গে জেল সুপারিন্টেনডেন্ট প্রশান্ত মৌর্য বলেন, রামপুর স্টেশন অফিসারের কাছ থেকে এক চিঠি পেয়ে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন। এরপরেই ৬ পুলিশ কনস্টেবলকে ওই ভাইরাল ভিডিও এবং জয়ন্ত চৌধুরীর নামে শ্লোগানের বিষয়ে জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। এটা শৃঙ্খলার বিষয়। কারণ তাঁরা জেল গেটের সামনে নাচছিলেন। আমরা খুব শীগগির এই বিষয়ে জেল আইজির কাছে রিপোর্ট পাঠাবো। এঁরা সকলেই এখন নিজেদের ডিউটি করছেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সূর্য প্রতাপ সিং ট্যুইটারে এই ভিডিও পোস্ট করে দাবি করেন ‘পশ্চিম উত্তরপ্রদেশের মানুষের মনোভাব বদলে যাচ্ছে এবং মীরাটের পুলিশরাও আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীর নামে শ্লোগান দিচ্ছে। যদিও পরে মীরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মীরাট নয়। ওই ভিডিও তোলা হয়েছে রামপুর জেলে।

- with inputs from IANS

কৃষক বিক্ষোভে জয়ন্ত চৌধুরী
UP Polls 22: আমাকে নয়, আমন্ত্রণ পাঠান ৭০০ কৃষকের পরিবারকে - বিজেপির আবেদন ফিরিয়ে জয়ন্ত চৌধুরী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in