UP Polls 22: ঘৃণাসূচক মন্তব্যের জেরে বিজেপি প্রার্থীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ডুমারিয়াগঞ্জ কেন্দ্রের BJP প্রার্থীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করলো কমিশন। বিজেপি প্রার্থী রাঘবেন্দ্র সিং এক নির্বাচনী প্রচার সভায় ঘৃণাসূচক মন্তব্য করেছিলেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী ছবি সংগৃহীত

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ডুমারিয়াগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। এই কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিং সম্প্রতি এক নির্বাচনী প্রচার সভায় ঘৃণাসূচক মন্তব্য করেছিলেন। যার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।

সম্প্রতি এক নির্বাচনী সভায় রাঘবেন্দ্র সিং বলেছিলেন, যে হিন্দুরা তাঁকে ভোট দেবে না তাদের শিরায় মুসলিম রক্ত ​​রয়েছে। বিজেপি প্রার্থীর এই ভাষণ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং সমাজে ঘৃণা ছড়ানোর জন্য বিজেপি বিধায়কের ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করেছিলেন।

রিটার্নিং অফিসার দীপক মীনার জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে রাঘবেন্দ্র সিং-এর প্রচারে নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং মঙ্গলবার সকাল ৬টায় তা শেষ হবে। এই সময়ের মধ্যে রাঘবেন্দ্র সিংকে প্রচারের অনুমতি দেওয়া হবে না।

কমিশনের শাস্তি প্রসঙ্গে বিজেপি বিধায়ক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন এই নিষেধাজ্ঞা তার প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্র। তিনি লেখেন, ডুমারিয়াগঞ্জের জনগণ ৩ মার্চ ভোটের দিন যোগ্য জবাব দেবে। রাঘবেন্দ্র সিং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিষ্ঠিত সংগঠন হিন্দু বাহিনীর ইনচার্জ।

ছবি - প্রতীকী
UP Polls 22: “যে হিন্দুরা আমায় ভোট দেবেনা তাঁদের শিরায় মুসলিম রক্ত বইছে” - বিজেপি প্রার্থী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in