Tripura Polls: সর্বাধিক কোটিপতি প্রার্থী BJP-র, তালিকার শীর্ষে কে? দেখুন ADR রিপোর্ট

ADR রিপোর্টে আরও বলা হয়েছে, এই নির্বাচনে প্রার্থীদের (২৫৯ জন প্রার্থীর) গড় সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৭ হাজার টাকা। যেখানে ২০১৮ সালে, এই গড় ছিল ৪৬ লক্ষ ৯২ হাজার টাকা।
ত্রিপুরা নির্বাচন
ত্রিপুরা নির্বাচনগ্রাফিক্স - আকাশ

আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে, একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। তাতে জানা যাচ্ছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২৫৯ প্রার্থীর মধ্যে ৪৫ জন প্রার্থী হলেন কোটিপতি। শতাংশের হিসাবে যা ১৭ শতাংশ।

কোটিপতিদের তালিকায় রয়েছেন ক্ষমতাসীন বিজেপি (BJP)-র ১৭ জন প্রার্থী, টিপরা মোথা পার্টির ৯ জন প্রার্থী, সিপিআই(এম)-র ৭ জন প্রার্থী, কংগ্রেসের ৬ জন এবং তৃণমূল কংগ্রেসের (TMC) ৪ জন প্রার্থী।

ADR রিপোর্ট অনুসারে, কোটিপতি প্রার্থী তালিকায় শীর্ষে রয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা (Jishnu Dev Varma)। তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ হল ১৫ কোটি ৫৮ লক্ষ ৬০ হাজার ৩৯৫ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৩ কোটি ৯০ লক্ষ ২৯ হাজার ২০ টাকা।

জানা যাচ্ছে, রাজ্যের শীর্ষ ১০ জন কোটিপতি প্রার্থীর তালিকায় রয়েছেন বিজেপি’রই ৬ জন প্রার্থী। জিষ্ণু দেববর্মা ও মানিক সাহা ছাড়া যারা হলেন, উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী বিশ্ববন্ধু সেন (Biswa Bandhu Sen)। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯ কোটি ৭৩ লক্ষ টাকা। পশ্চিম ত্রিপুরার বরজলা (এসসি) কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ দিলীপ কুমার দাস (Dr. Dilip Kumar Das)। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৮ কোটি ৩৫ লক্ষ টাকা।

এছাড়া রয়েছেন সিপাহীজলার জেলার গোলাঘাটি (ST) কেন্দ্রের BJP প্রার্থী হিমানি দেববর্মা (Himani Debbarma)। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৭ কোটি ৭৩ লক্ষ টাকা। গোমতী জেলার রাধাকিশোরপুর কেন্দ্রের BJP প্রার্থী প্রণজিৎ সিংহ রায় (Pranajit Singha Roy)। তাঁর ঘোষিত সম্পদ হল ৭ কোটি ৩২ লক্ষ টাকা।

তবে পিছিয়ে নেই টিপরা মোথা পার্টি (Tipra Motha Party)-র প্রার্থী অভিজিৎ সরকার (Abhijit Sarkar), তাঁরও ঘোষিত সম্পদ হল ১২ কোটি ৫৭ লক্ষ টাকা। রাজ্যের শীর্ষ কোটিপতি প্রার্থী তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

ADR রিপোর্টে আরও বলা হয়েছে, এই নির্বাচনে প্রার্থীদের (২৫৯ জন প্রার্থীর) গড় সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৭ হাজার টাকা। যেখানে ২০১৮ সালে, এই গড় ছিল ৪৬ লক্ষ ৯২ হাজার টাকা। অর্থাৎ, মাত্র ৫ বছরের ব্যবধানে ত্রিপুরায় প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।

একইসঙ্গে জানা যাচ্ছে, ত্রিপুরায় প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে BJP-র ৫৫ জন প্রার্থীর গড় সম্পদের হার হল ১ কোটি ৮৬ লক্ষ টাকা। কংগ্রেসের (INC) ১৩ জন প্রার্থীর গড় সম্পদ হার - ২ কোটি ২০ লক্ষ টাকা। ৪২ জন টিপরা মোথা প্রার্থীদের গড় সম্পদ হার ৭৮ লক্ষ ৫৭ হাজার টাকা এবং সিপিআই(এম)-র ৪৩ জন প্রার্থীর গড় সম্পদ হার - ৫৩ লক্ষ ৯৪ হাজার টাকা।

আরও পড়ুন

ত্রিপুরা নির্বাচন
Tripura Polls: গান, প্যারোডিতে ত্রিপুরায় ভোট প্রচারে চমক CPIM-র
ত্রিপুরা নির্বাচন
Tripura Polls: ত্রিপুরায় বিজেপি বিরোধী হাওয়া চলছে - বৃন্দা কারাত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in