Tripura Polls: বেলা বাড়তেই বাড়ছে অশান্তি, CPIM নেতার উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ছবি সংগৃহীত

Tripura Polls: বেলা বাড়তেই বাড়ছে অশান্তি, CPIM নেতার উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ত্রিপুরায় মোট ৬০ টি কেন্দ্র। একদফাতেই ভোট হবে। ২৮ লক্ষেরও বেশি মানুষ আজ ভোটদানে অংশগ্রহণ করবেন। গণনা আগামী ২ মার্চ।

শেষ ত্রিপুরা বিধানসভার ভোটদান পর্ব

নিয়ম মতো বিকাল ৪টে নাগাদ শেষ হল ত্রিপুরা বিধানসভার ভোটগ্রহণ পর্ব। ৪০ থেকে ৪৫ বুথে ইভিএম মেশিনে ত্রুটি দেখা গিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী কমিশনার। সেগুলি দ্রুত পাল্টে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

CPIM নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

বেলা বাড়তেই ত্রিপুরা নির্বাচন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ। আক্রান্ত হচ্ছেন বিরোধীরা। বক্সনগরে সিপিআইএমের অঞ্চল সম্পাদকের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাম নেতার উপর চড়াও হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা

ত্রিপুরায় চলছে ভোটদান পর্ব। পশ্চিম ত্রিপুরার অরলিয়াতে ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা। ত্রিপুরায় তৃতীয় লিঙ্গের ভোটার মোট ৬২ জন।

সকাল ১টা পর্যন্ত ভোট পড়ল ৫১.৩৫ শতাংশ

আগরতলার খয়েরপুর বিধানসভায় ভোটারদের লাঠি দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়ায় অশান্তি।ভোটারদের বাধা, লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিরোধীদেরও মারধর করার অভিযোগ উঠেছে। পথ অবরোধ করে প্রতিবাদে শামিল ভোটাররা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩২.০৬ শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল ১১টা পর্যন্ত ত্রিপুরাতে ভোট পড়েছে ৩২.০৬ শতাংশ।

ভোট দিলেন মানিক সরকার

আগরতলায় ভোট দিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন না বর্ষীয়ান সিপিআইএম নেতা।

বিশালগড়ে বোমাবাজির অভিযোগ

নির্বাচন শুরু হতেই একের পর এক অশান্তির খবর আসছে। বিশালগড়ে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। সদর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে টহলদারি চলছে এলাকায়।

ধনপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করলেন ভোটাররা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে যায়। বাম-কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছেন। শাসক বিজেপি পাল্টা গন্ডগোলের দায় বাম-কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। 

আন্তর্জাতিক সীমান্তের ভোটাররাও অংশ নিয়েছে নির্বাচনে

ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ফের ক্ষমতা দখলে আশাবাদী তিনি

আগরতলায় ভোট দিলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট দেওয়ার পর তিনি বলেন, "আমি সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিশ্চিত যে এখানে বিজেপি আবার সরকার গঠন করবে।’’ বড়দোয়ালি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক

৬০টি কেন্দ্রেই শুরু হয়েছে ভোট গ্রহণ। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা বা ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির খবর উঠে আসেনি বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক গত্তি কিরণকুমার দিনাকররাও।

বিজেপি জোটের সঙ্গে বাম-কংগ্রেস জোটের জোর টক্কর

এবারের নির্বাচনে বাম কংগ্রেস একত্রে লড়ছে। সিপিআইএম, যারা ২০১৮ সালে ৪২ শতাংশ ভোট পেয়েছিল, তারা ৪৭ টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস লড়বে ১৩ টি আসনে। বিজেপি এবং IPFT একত্রে লড়ছে। বিজেপি ৫৫টি আসনে এবং IPFT ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৬০ টির মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে মাত্র ২৮ টি আসনে। এবার প্রথম লড়াইয়ে নামছে স্থানীয় দল তিপ্রা মোথা, যারা ৪২টি আসনে লড়বে। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লড়ছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভা আসনে। 

ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে  শুরু হয়েছে এই ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ত্রিপুরায় মোট ৬০ টি কেন্দ্র। একদফাতেই ভোট হবে। ২৮ লক্ষেরও বেশি মানুষ আজ ভোটদানে অংশগ্রহণ করবেন। গণনা আগামী ২ মার্চ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in