Tripura Polls: বিজেপির প্রথম প্রার্থী তালিকায় বাদ বিপ্লব দেব সহ ৬ বিধায়ক, বাগবাসায় দলীয় অফিস ভাঙচুর

সিপিআই-এমের বর্তমান বিধায়ক মোবোশার আলী, যিনি শুক্রবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন, উত্তর ত্রিপুরায় তার পুরানো নির্বাচনী এলাকা কৈলাসহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মানিক সাহাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিপ্লব দেব
মানিক সাহাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিপ্লব দেবছবি সংগৃহীত

ত্রিপুরায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শনিবার ৪৮ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। যে তালিকা থেকে বাদ পড়েছেন ৬ বর্তমান বিধায়ক। যে ঘটনার পরেই একাধিক অঞ্চল থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বাগবাসা বিধানসভা কেন্দ্রে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা একটি পার্টি অফিস ভাঙচুর করেছে।

বিজেপির এক নেতা জানিয়েছেন, এখনও জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার (আইপিএফটি) সাথে আলোচনা চালানো হচ্ছে। যদিও আইপিএফটি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য এবং টিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট (টিআইপিআরএ)-এর প্রভাবশালী নেতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মণের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে।

বিজেপি প্রকাশিত প্রথম তালিকা অনুসারে, গত বছরের মে মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার পরে গত বছরের জুনে উপনির্বাচনে রাজ্য বিধানসভায় নির্বাচিত মুখ্যমন্ত্রী মানিক সাহা বরদোয়ালী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, যিনি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই-এম নেতা মানিক সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি ধানপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা সহ নয়জন মন্ত্রীই নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে দলের টিকিট পেয়েছেন।

ত্রিপুরা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর আসন থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

সিপিআই-এমের বর্তমান বিধায়ক মোবোশার আলী, যিনি শুক্রবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন, উত্তর ত্রিপুরায় তার পুরানো নির্বাচনী এলাকা কৈলাসহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখান থেকে তিনি ২০১৮ সালের নির্বাচনে বাম দলের টিকিটে প্রথমবারের মতো রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

বিজেপির প্রার্থী তালিকা অনুসারে, অরুণ চন্দ্র ভৌমিক (বিলোনিয়া), বিপ্লব ঘোষ (মাতাবাড়ি), সুভাষ দাস (নলচর), মিমি মজুমদার (বাদারঘাট) বীরেন্দ্র কিশোর দেববর্মা (গোলাঘাটি) এবং পরিমল দেববর্মা (আম্বাসা) - ছয়জন বর্তমান বিধায়ক বিজেপির মনোনয়ন পাননি।

বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় প্রায় ১৫টি নতুন মুখ স্থান পেয়েছে। বিজেপি ১১ জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে৷ তবে প্রথম তালিকায় মন্ত্রী রাম প্রসাদ পলের সূর্যমণিনগর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন দ্বিতীয় দফায় ১২ জন প্রার্থীর নামের তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে। আইএএনএস-কে তিনি জানান, "আমরা এখনও আমাদের অংশীদার আইপিএফটির সাথে আলোচনা করছি।"

শুক্রবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের চূড়ান্ত করেছে৷ দলের সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সিইসি সদস্য ওম মাথুর, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, সত্যনারায়ণ জাটিয়া ও সর্বানন্দ সোনোয়াল, ইকবাল সিং লালপুরা এবং ত্রিপুরার নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মাও বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন

মানিক সাহাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিপ্লব দেব
Tripura Polls: বিজেপি জোট ছেড়ে বিরোধী টিপরার সঙ্গে মিশছে আইপিএফটি? গুয়াহাটিতে বৈঠক
মানিক সাহাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিপ্লব দেব
Tripura: ভোটের আগেই ভাঙন! কংগ্রেসের 'ভালো বন্ধু'দের সাথে নিয়ে পদত্যাগ বিজেপি বিধায়কের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in