Tripura By-Election: টিপরা মোথার সিদ্ধান্ত বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি আরও কমাবে - CPIM

People's Reporter: টিপরা মোথার ঘোষণার পর CPIM জানিয়েছে, টিপরা মোথা দলের এই সিদ্ধান্ত রাজ্যে BJP বিরোধী ভোট ভাগ আরও কমাবে। এর প্রায় উল্টো মত পোষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মাণিক সাহা।
টিপরা মোথা পার্টির সাংবাদিক সম্মেলন
টিপরা মোথা পার্টির সাংবাদিক সম্মেলনছবি সংগৃহীত
Published on

ত্রিপুরা বিধানসভার দুই আসনের উপনির্বাচনের প্রায় শেষ লগ্নে কোনও দলকেই সমর্থন করবে না বলে জানিয়ে দিল টিপরা মোথা পার্টি। গতকাল এক বিবৃতিতে টিপরা মোথার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ সেপ্টেম্বরের উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করছে না দল। দলীয় সমর্থকরা নিজেদের ইচ্ছেমত এবং পছন্দমত এই নির্বাচনে ভোট দিতে পারেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিপরা মোথার এই ঘোষণার পর সিপিআইএম জানিয়েছে, টিপরা মোথা দলের এই সিদ্ধান্ত রাজ্যে বিজেপি ভোট ভাগ আরও কমিয়ে দেবে। যদিও এর প্রায় সম্পূর্ণ উল্টো মত পোষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মাণিক সাহা। তাঁর মতে টিপরা মোথার এই সিদ্ধান্তে বিজেপির জয় আরও সুনিশ্চিত হল।

ত্রিপুরার শেষ বিধানসভা নির্বাচনে বক্সানগর কেন্দ্রে সিপিআইএম-এর কাছে পরাজিত হয় বিজেপি। অন্যদিকে ধনপুর কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয় সিপিআইএম। মূলত বিজেপি ভোট ভাগাভাগির কারণেই ওই কেন্দ্র হার হয়েছিল বাম প্রার্থীর।

টিপরা মোথার সিদ্ধান্ত প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, টিপরা মোথা দলের কর্মীরা আমাদের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এদিন সাংবাদিকদের তিনি বলেন, টিপরা মোথার নির্বাচনে কাউকে সমর্থন না করার ঘোষণা আসলে একটি রাজনৈতিক কৌশল। এই উপনির্বাচনে সিপিআইএম এবং টিপরা মোথা কর্মীরা একসাথে লড়াইয়ের ময়দানে আছে। তাছাড়াও, টিপরা মোথা একবারের জন্যও তাদের সমর্থকদের বিজেপিকে ভোট দিতে বলেনি। কাজেই টিপরা মোথার ঘোষণার বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হবার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বক্সানগর এবং ধনপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে মিজান হোসেন এবং কৌশিক চন্দ। এই দুই কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন তাফাজ্জাল হোসেন এবং বিন্দু দেবনাথ।

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে টিপরা মোথা সভাপতি বি কে রাংখল বলেন, আমরা এই উপনির্বাচনে কোনও প্রার্থী দিইনি এবং আমরা আমাদের সমর্থকদের কোনও বিশেষ প্রার্থীকে ভোট দেবার নির্দেশও দিইনি। তাঁরা নিজেদের পছন্দ ও ইচ্ছেমত ভোট দিতে পারেন।

টিপরা মোথা নেতা অনিমেষ দেববর্মা বলেন, আমাদের কাছে এই উপনির্বাচনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আদিবাসীদের জন্য গ্রেটার টিপরা ল্যান্ড-এর ব্যবস্থা করা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in