Lok Sabha polls 24: রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, 'যত ভোট, তত গাছ', স্লোগান অভিনেতার

People's Reporter: এদিন মনোনয়নের আগে পরিবেশবান্ধবের বার্তা দেন দেব। দেব জানিয়েছেন, তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত সংখ্যক গাছ লাগাবেন।
রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব,
রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, ছবি - দেবের এক্স হ্যান্ডেল

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে দেখা গেল এক অন্যচিত্র। মন্দিরে পুজো দিয়ে নয়, রক্তদান করে জমা দিলেন মনোনয়ন। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে দেব বলেন, ‘‘যে কোনও জনপ্রতিনিধিরই একটি ধর্ম থাকা উচিত। তা হল মানবধর্ম। মানবসেবা।’’

গরমকালে রাজ্য জুড়ে রক্তের অভাব দেখা দিচ্ছে। আর চলতি বছরে রেকর্ড গরমও পড়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই পরিস্থতিতে থ্যালাসেমিয়া রোগীদের জন্য পর্যাপ্ত রক্ত পাওয়া যায় না। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালে রক্তদান করলেন দেব। রক্তদান করে ঘাটালের দুবারের সাংসদ দেব জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। জনপ্রতিনিধি হিসাবে সেই অভাব তিনি পূর্ণ করতে চান।

দেবের কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন, দেব কী করলেন। কী পরলেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতে এই বিশেষ দিনে আমি রক্তদান করলাম।’’ 

মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন মন্দির মসজিদে পুজো দিতে দেখা যায় প্রার্থীদের। কিন্তু অভিনেতার ক্ষেত্রে অন্যচিত্র কেন? দেব জানান, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’

তবে শুধু এখানেই শেষ নয়। এদিন মনোনয়নের আগে পরিবেশবান্ধবের বার্তাও দেন দেব। দেব জানিয়েছেন, তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত সংখ্যক গাছ লাগাবেন। তাঁর কথায়, ‘‘আমি যত ভোট পাব, ঘাটাল লোকসভা এলাকায় তত গাছ লাগাব! আমি যদি আট লক্ষ বা ন’লক্ষ ভোট পাই, ততগুলোই গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে।’’ বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় সচেতনতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত এবং নতুন স্লোগান বলে জানিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব,
বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন তাঁরই 'অনুরাগী’ কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা, কেন এই সিদ্ধান্ত?
রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব,
Lok Sabha Polls 24: তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো! অধীরের 'বিকৃত' ভিডিও ভাইরাল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in