তৃণমূলের প্রার্থী তালিকায় নেই নুসরত-অর্জুন! টিকিট পেলেন রচনা-ইউসুফ পাঠান, দেখে নিন সম্পূর্ণ তালিকা

People's Reporter: এবার টিকিট দেওয়া হয়নি নুসরত জাহান, অর্জুন সিং, মিমি চক্রবর্তী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীকে। এছাড়াও বাদ পড়েছেন সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া, অপরূপা পোদ্দার।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সৌজন্যে এআইটিসি এক্স হ্যান্ডেল
Published on

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রবিবার ব্রিগেড ময়দানের সমাবেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তালিকায় একাধিক চমক রয়েছে। শুধু তাই নয়, প্রার্থীরা এদিন মঞ্চে উঠে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে র‍্যাম্পেও হাঁটলেন।

এবারের প্রার্থী তালিকায় ২৬ জন নতুন মুখ। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীর নাম রয়েছে তালিকায়। প্রার্থী হচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। মুর্শিদাবাদের বহরমপুর থেকে লড়বেন তিনি। অভিনেত্রী রচনা ব্যানার্জিকেও টিকিট দেওয়া হয়েছে। হুগলী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

একাধিক তরুণ মুখও রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যও প্রার্থী হচ্ছেন। এবার টিকিট দেওয়া হয়নি নুসরত জাহান, অর্জুন সিং, মিমি চক্রবর্তী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীকে। এছাড়াও বাদ পড়েছেন সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া, অপরূপা পোদ্দার।

এক নজরে দেখে নিন তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা –

1.     দমদম: সৌগত রায়

2.     কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়

3.     কলকাতা দক্ষিণ: মালা রায়

4.     যাদবপুর: সায়নী ঘোষ

5.     ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

6.     ব্যারাকপুর: পার্থ ভৌমিক

7.     বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার

8.     বসিরহাট: হাজি নুরুল ইসলাম

9.     বনগাঁ: বিশ্বজিৎ দাস

10.  জয়নগর: প্রতিমা মণ্ডল

11.  মথুরাপুর: বাপি হালদার

12.  হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়

13.  আরামবাগ: রূপালি বাগ

14.  শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

15.  মেদিনীপুর: জুন মালিয়া

16.  ঘাটাল: দেব

17.  কাঁথি: উত্তম বারিক

18.  তমলুক: দেবাংশু ভট্টাচার্য

19.  হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়

20.  উলুবেড়িয়া: সাজদা আহমেদ

21.  বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার

22.  বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ

23.  আসানসোল: শত্রুঘ্ন সিন্হা

24.  বিষ্ণুপুর: সুজাতা খাঁ

25.  বাঁকুড়া: অরূপ চক্রবর্তী

26.  পুরুলিয়া: শান্তিরাম মাহাতো

27.  ঝাড়গ্রাম: কালীপদ সোরেন

28.  বীরভূম: শতাব্দী রায়

29.  বোলপুর: অসিতকুমার মাল

30.  কৃষ্ণনগর: মহুয়া মৈত্র

31.  রানাঘাট: মুকুটমণি অধিকারী

32.  বহরমপুর: ইউসুফ পাঠান

33.  জঙ্গিপুর: খলিলুর রহমান

34.  মুর্শিদাবাদ: আবু তাহের খান

35.  মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়

36.  মালদা দক্ষিণ: শাহনাওয়াজ আলি রেহান

37.  রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী

38.  বালুরঘাট: বিপ্লব মিত্র

39.  কোচবিহার: জগদীশচন্দ্র বাসুনিয়া

40.  আলিপুরদুয়ার: প্রকাশ চিক বরাইক

41.  জলপাইগুড়ি: নির্মলচন্দ্র রায়

42.  দার্জিলিং: গোপাল লামা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in