Lok Sabha Polls 24: ভোটের দিন কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালের, সফর বাতিলের পরামর্শ কমিশনের

People's Reporter: ভোট আসতেই কোচবিহারবাসীদের কাছে টাটকা হয়ে উঠছে একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির কাণ্ড। সমস্ত দিক বিবেচনা করে বৃহস্পতিবার কোচবিহার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস।
অশান্তির আশঙ্কায় কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালের
অশান্তির আশঙ্কায় কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালেরছবি - সংগৃহীত

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের তিন আসন – জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভোট আসতেই কোচবিহারবাসীদের কাছে টাটকা হয়ে উঠছে একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির কাণ্ড। সমস্ত দিক বিবেচনা করে বৃহস্পতিবার কোচবিহার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের দিন সেখানেই থাকবেন তিনি। রাজভবন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেয় তাঁর ফেরার কথা।

কিন্তু রাজ্যপালের কোচবিহার সফর বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কারণ এই সময় যদি কোচবিহার যান রাজ্যপাল তা আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়বে।

কমিশনের নিয়মানুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করে দিতে হয় প্রার্থীদের। এরপর সমস্ত ভিআইপি, নেতা এবং রাজনৈতিক কর্মী যারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার নন, তাদের চলে যেতে হবে ওই এলাকা ছেড়ে।

এটি শুধুমাত্র অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার জন্য নয়। বরং নিরাপত্তা বাহিনীর উপর কোন অতিরিক্ত কাজের চাপ যাতে না থাকে তা নিশ্চিত করার জন্য। তাই ভোটের সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছিল। তারপর বেশ কয়েকবছর কেটে গেলেও সেই স্মৃতি কেউ ভোলে নি। এদিকে কোচবিহার মানেই একদিকে নিশীথ প্রামাণিক অন্যদিকে উদয়ন গুহের লড়াই। সব মিলিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বাড়তি নজর কোচবিহারের দিকে।

অশান্তির আশঙ্কায় কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালের
TMC Manifesto: ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি, ফ্রী সিলিন্ডার, CAA বিলুপ্তি - ‘দিদির শপথ’-এ বহু চমক
অশান্তির আশঙ্কায় কোচবিহার থাকার সিদ্ধান্ত রাজ্যপালের
Lok Sabha Polls 24: ১৫০ আসনের মধ্যেই থামবে বিজেপির দৌড়! অখিলেশকে পাশে নিয়ে চ্যালেঞ্জ রাহুলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in