Telangana Polls: প্রস্তুতি সম্পূর্ণ, ভোট গ্রহণের প্রহর গুণছে তেলেঙ্গানা

People's Reporter: এবারের নির্বাচনে রাজ্যের ৩৫,৬৫৫টি ভোটকেন্দ্রে ১.৮৫ লাখের বেশি ভোটকর্মীকে যুক্ত করা হয়েছে। এছাড়াও ভোটের কাজে যুক্ত করা হয়েছে ২২ হাজার মাইক্রো অবজারভার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য নিউজক্লিক

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর রাজ্যের ৩.২৬ কোটি ভোটার ২,২৯০ জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন (ইসি)-এর পক্ষ থেকে রাজ্য বিধানসভার ১১৯টি আসনের সবকটিতেই ভোটগ্রহণের জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে রাজ্যের ৩৫,৬৫৫টি ভোটকেন্দ্রে ১.৮৫ লাখের বেশি ভোটকর্মীকে যুক্ত করা হয়েছে। এছাড়াও ভোটের কাজে যুক্ত করা হয়েছে ২২ হাজার মাইক্রো অবজারভার।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের মোট ৪৫ হাজার নিরাপত্তা কর্মী, অন্যান্য বিভাগ থেকে ৩ হাজার নিরাপত্তা কর্মী, তেলেঙ্গানা রাজ্য বিশেষ পুলিশ (TSSP) এর ৫০টি কোম্পানি এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ৩৭৫ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) বিকাশ রাজ বলেছেন, প্রতিবেশী রাজ্য থেকে ২৩,৫০০ হোমগার্ডকেও নিরাপত্তার দায়িত্ব পালনে যুক্ত করা হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। যদিও মাওবাদী প্রভাবিত জেলার ১৩টি আসনে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।

সব নির্বাচনী এলাকার বিতরণ কেন্দ্র থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে ভোটকর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে শুরু করেছেন। আধিকারিকরা ইভিএম, ভিভিপিএটি এবং অন্যান্য সামগ্রী প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন। নির্বাচন কর্তৃপক্ষ মোট ৭২,৯৩১টি ব্যালট ইউনিট বা ইভিএম-এর ব্যবস্থা করেছেন। যার মধ্যে ৫৯,৭৭৯ টি ভোটকেন্দ্রে রাখা হবে এবং বাকিগুলি বিশেষ প্রয়োজনের জন্য সংরক্ষিত রাখা হবে।

রাজ্যের মোট ভোটার ৩ কোটি ২৬ লক্ষ ২ হাজার ৭৯৯ জন। যার মধ্যে ১ কোটি ৬২ লক্ষ ৯৮ হাজার ৪১৮ জন পুরুষ এবং ১ কোটি ৬৩ লক্ষ ১ হাজার ৭০৫ জন মহিলা। এছাড়াও ২,৬৭৬ জন তৃতীয় লিঙ্গের মানুষও ভোটদান করবেন। ১৫,৪০৬ জন সার্ভিস ভোটার এবং ২,৯৪৪ জন এনআরআই ভোটার রয়েছে। ১৮-১৯ বছর বয়সী ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯৯ হাজার ৬৬৭ জন। ২২১ জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ মোট ২,২৯০ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছেন।

বৃহত্তর হায়দ্রাবাদের লাল বাহাদুর নগর নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে চারটি করে ব্যালট ইউনিট মোতায়েন করা হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ৪৮। নয়টি আসনের প্রতিটি ভোটকেন্দ্রে তিনটি করে ইভিএম থাকবে।

এবারের নির্বাচনে বিআরএস টানা তৃতীয় বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস রাজ্যে প্রথমবার সরকার গঠনে আত্মবিশ্বাসী। বিআরএস ১১৯টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস সহযোগী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে (সিপিআই) একটি আসন ছেড়েছে।

বিজেপি এই রাজ্যে তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী এবং এটি প্রতিষ্ঠান বিরোধী ভোট কেটে ফলাফলকে প্রভাবিত করতে পারে। বিজেপি ১১১টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আটটি আসন জোটসঙ্গী অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণের জনসেনা পার্টির (জেএসপি) জন্য ছেড়ে দিয়েছে।

বহুজন সমাজ পার্টি (বিএসপি) সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। এআইএমআইএম, বিআরএস-এর বন্ধুত্বপূর্ণ দল, নয়টি আসনে প্রার্থী দিয়েছে, সবকটি হায়দ্রাবাদের। রাজ্যের বাকি অংশে তারা বিআরএসকে সমর্থন করার কথা জানিয়েছে।

অন্যান্য বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিআরএসের কার্যকরী সভাপতি, আইটি মন্ত্রী কেটি রামা রাও (সিরসিলা), অর্থমন্ত্রী টি. হরিশ রাও (সিদ্দিপেট), কংগ্রেস নেতা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন (জুবিলি হিলস), কংগ্রেস আইনসভা পার্টি (সিএলপি) নেতা মাল্লু। ভাট্টি বিক্রমার্কা (ওয়াইরা), প্রাক্তন TPCC সভাপতি উত্তম কুমার রেড্ডি (হুজুরনগর), বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী ইতালা রাজেন্দর (হুজুরাবাদ এবং গজওয়েল), বিজেপি সাধারণ সম্পাদক বান্দি সঞ্জয় কুমার (করিমনগর) এবং এআইএমআইএম নেতা আকবরুদ্দিন ওয়াইসি (চন্দ্রায়ণগুট্টা)৷

রাজ্য জুড়ে মোট ২৭,০৯৪ ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশন সমস্ত ভোটকেন্দ্রে PwD (পার্সন উইথ ডিসেবিলিটি) ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। এতে ২১,৬৮৬ টি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য, কর্তৃপক্ষ ৭৬,৫৩২ টি ভোটার স্লিপ এবং ৪০ হাজার ডামি ব্যালট পেপার ব্রেইলে মুদ্রণ করেছে। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং PwD ভোটারদের জন্য পরিবহন ব্যবস্থাও করা হবে। ভোটের হার বাড়াতে নির্বাচন কর্তৃপক্ষ ৬৪৪টি মডেল ভোট কেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে PwD ভোটারদের জন্য ১২০টি ভোট কেন্দ্র এবং ৫৯৭টি মহিলা-নিয়ন্ত্রিত ভোট কেন্দ্র।

ছবি প্রতীকী
Telangana: তেলেঙ্গানা আন্দোলনে ৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল, ইন্দিরাম্মা রাজ্যম কে চাইছে? কে সি আর
ছবি প্রতীকী
Telangana Polls: বিজেপি জিতলেই হায়দরাবাদের নাম বদলে 'ভাগ্যনগর'! ভোট প্রচারে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in