Telangana: তেলেঙ্গানা আন্দোলনে ৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল, ইন্দিরাম্মা রাজ্যম কে চাইছে? কে সি আর

People's Reporter: আমি ইতিমধ্যেই ১০ বছর ধরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছি। আমার এই বয়সে আর কোনও পদের প্রয়োজন নেই, আমি শুধু তেলেঙ্গানার উন্নতি চাই।
মঙ্গলবার নির্বাচনী প্রচারে কে সি আর
মঙ্গলবার নির্বাচনী প্রচারে কে সি আরছবি বি আর এস পার্টির এক্স হ্যান্ডেলের সৌজন্যে

পৃথক তেলেঙ্গানার দাবিতে আন্দোলনের সময় ১৯৬৯ সালে তৎকালীন কংগ্রেস সরকার ৪০০ জনকে গুলি করে হত্যা করেছিল। কংগ্রেস এখন বলছে তারা ক্ষমতায় এলে ইন্দিরাম্মা রাজ্যম ফিরিয়ে আনবে। কিন্তু কোন তেলেঙ্গানাবাসী ইন্দিরাম্মা রাজ্যম চাইছে? কংগ্রেসের আমলে তেলেঙ্গানার কোনও উন্নয়ন হয়নি। মঙ্গলবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এক জনসভায় একথা বলেন বিআরএস প্রধান এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

ওয়ারাঙ্গলের এক নির্বাচনী জনসভায় এদিন কে সি আর বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে আমি ৭০ বছর বয়সে পা দেব। আমি ইতিমধ্যেই ১০ বছর ধরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছি। আমার এই বয়সে আর কোনও পদের প্রয়োজন নেই, আমি শুধু তেলেঙ্গানার উন্নতি চাই। আগামী দিনে তেলেঙ্গানাকে প্রথম সারির রাজ্য হিসেবে দেখতে চাই।

এদিনের সভায় তিনি আরও বলেন, তাঁর স্বপ্ন তেলেঙ্গানায় সাক্ষরতার হার ১০০ শতাংশ করা এবং রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। এছাড়াও এদিন তিনি ঘোষণা করেন বিআরএস ফের ক্ষমতায় এলে রাজ্যের বয়স্ক মানুষদের জন্য বার্ধক্য ভাতার পরিমাণ বর্তমান ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী কে সি আর দাবি করেন, এই মুহূর্তে মাথাপিছু আয়ের ক্ষেত্রে তেলেঙ্গানা ভারতের মধ্যে প্রথম। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র গুজরাটেরও আগে। রাজ্যের উন্নয়নের স্বার্থেই তেলেঙ্গানায় ফের বিআরএস-এর সরকার প্রয়োজন।

আসন্ন বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানা জুড়ে মোট ৯৫টি জনসভা করেছেন মুখ্যমন্ত্রী রাও। এবারের নির্বাচনে এদিনই ছিল তাঁর শেষ জনসভা। আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গাজওয়েল ছাড়াও তিনি কামারেড্ডি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪ বিধানসভা নির্বাচনে গাজওয়েল কেন্দ্র থেকে তিনি তেলেগু দেশমের ভি প্রতাপ রেড্ডিকে ১৯,৩৯১ ভোটে পরাজিত করেন। ২০১৯ বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে ৫৮,২৯০ ভোটের ব্যবধানে পরাজিত করেন কংগ্রেস প্রার্থীকে। ১৯৮৩ সালে জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও তারপর থেকে তিনি কোনও নির্বাচনে এখনও পর্যন্ত পরাজিত হননি।

মঙ্গলবার নির্বাচনী প্রচারে কে সি আর
Telangana Polls: বিজেপি জিতলেই হায়দরাবাদের নাম বদলে 'ভাগ্যনগর'! ভোট প্রচারে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
মঙ্গলবার নির্বাচনী প্রচারে কে সি আর
Telangana Polls: তেলেঙ্গানা ভোটে মোট প্রার্থী ২,২৯০, মুখ্যমন্ত্রীর দুই কেন্দ্রে প্রার্থী ৪৪ ও ৩৯

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in