দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মোদীর ছবি! UGC-র নির্দেশিকা অমান্য করার অভিযোগ শিক্ষক সংগঠনের

People's Reporter: একাধিক কলেজের ওয়েব সাইটে রাজনৈতিক নেতাদের ছবি থাকা নিয়ে আপত্তি জানায় আপ শিক্ষক সংগঠন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মোদীর ছবি! UGC-র নির্দেশিকা অমান্য করার অভিযোগ শিক্ষক সংগঠনের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরব হল আপ-এর শিক্ষক সংগঠন এএডিটিএ (AADTA)। যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে ওই সংগঠন। ইউজিসির নির্দেশের পরেও বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অনুমোদনপ্রাপ্ত কলেজগুলির ওয়েবসাইটে মোদী ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ছবি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

হংসরাজ কলেজ এবং নন-কলেজিয়েট উইমেনস এডুকেশন বোর্ড সহ একাধিক কলেজের ওয়েব সাইটে রাজনৈতিক নেতাদের ছবি থাকা নিয়ে আপত্তি জানায় আপ শিক্ষক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। 'বিকশিত ভারত' নামক বিজ্ঞাপনটিও বন্ধ করতে হবে। কারণ নির্বাচনী ইশতেহারে বিকশিত ভারতকে ভোট প্রচারের অংশ হিসেবে ব্যবহার করছে বিজেপি।

উল্লেখ্য, বিজেপির ইশতেহারের ৬ নম্বর পাতায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা জনগণের কাছে আবেদন করে বলছেন, ভোট দিন এবং বিকশিত ভারত গড়ে তোলার জন্য সমর্থন করুন। এছাড়া ৪০ নম্বর পাতায় লেখা আছে, আগামী ৫ বছরে এমন কাজ করবো যাতে ২০৪৭ সালের মধ্যে আমরা আমাদের দেশকে বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যেতে পারি।

ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার আপ-এর অভিযোগ প্রসঙ্গে জানান, নির্বাচন কমিশনের তরফ থেকে শিক্ষা মন্ত্রককে দেওয়া চিঠির ভিত্তিতে সমস্ত কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে নির্বাচন কমিশনের নির্দেশকে সকলে মান্যতা দেয়। দেশে বর্তমানে আদর্শ আচরণবিধি জারি রয়েছে। আমাদের সকলের উচিত সমস্ত নিয়ম অনুসরণ করা।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মোদীর ছবি! UGC-র নির্দেশিকা অমান্য করার অভিযোগ শিক্ষক সংগঠনের
Lok Sabha Polls 24: বিশ্বাসঘাতক BJP; দরজা খুলে দিলেও ফের NDA জোটে ফেরার প্রশ্নই নেই – উদ্ধব ঠাকরে
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মোদীর ছবি! UGC-র নির্দেশিকা অমান্য করার অভিযোগ শিক্ষক সংগঠনের
Lok Sabha Polls 24: ফিরোজ গান্ধী থেকে রাহুল গান্ধী - এক নজরে রায়বেরেলির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in