Lok Sabha Polls 24: বারামতী কেন্দ্রের স্ট্রং রুমের CCTV বন্ধ! 'সন্দেহজনক' দাবি শরদ কন্যা সুপ্রিয়ার

People's Reporter: সুপ্রিয়া বলেন, বারামতী লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের পর স্ট্রংরুমে ইভিএম রাখা হয়েছিল। সেখানকার সিসিটিভি ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল।
সুপ্রিয়া সুলে
সুপ্রিয়া সুলেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ইভিএম ভর্তি স্ট্রং রুমের সিসিটিভি ৪৫ মিনিট বন্ধ থাকার অভিযোগ করলেন বারামতী কেন্দ্রের এনসিপি (শরদ পাওয়ার) প্রার্থী তথা শরদ কন্যা সুপ্রিয়া সুলে। এই ঘটনায় অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রে নির্বাচন হয়েছে গত ৭ মে। ওই কেন্দ্রের ইভিএমগুলি স্ট্রং রুমে রাখা ছিল। স্ট্রং রুম সাধারণত বন্ধ থাকে। আর নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টাই স্ট্রং রুমের সিসিটিভি চালু রাখতে হয়।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে সুপ্রিয়া সুলে লেখেন, 'বারামতী লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের পর স্ট্রংরুমে ইভিএম রাখা হয়েছিল। সেখানকার সিসিটিভি ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল। যেখানে ইভিএম-র মতো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেখানে সিসিটিভি বন্ধ করা সন্দেহজনক'।

তিনি আরও জানান, 'নির্বাচনী আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর মেলেনি। ওই স্ট্রংরুমে কোনো টেকনিশিয়নও নেই। আর আমাদের প্রতিনিধিদেরও দেখতে দেওয়া হচ্ছে না যে ইভিএমগুলি সব ঠিক আছে কিনা। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এ বিষয়ে নজর দেওয়া এবং সিসিটিভি বন্ধের কারণ খতিয়ে দেখা। পাশাপাশি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা'।

যদিও আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কবিতা দ্বিবেদী। তিনি জানান, বারামতী কেন্দ্রের ইভিএমগুলি যেখানে রাখা হয়েছে তার সিসিটিভি সম্পূর্ণ চালু আছে। সমস্ত ডেটা সুরক্ষিত রয়েছে। শুধুমাত্র সাময়িকভাবে মনিটরে ফুটেজ দেখা যায়নি।

উল্লেখ্য, শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে ২০০৯ সাল থেকে পরপর তিনবার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে ৫২.৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এনসিপি-র সুপ্রিয়া সুলে। তিনি জয়লাভ করেন ১,৫৫,৭৭৪ ভোটে। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কাঞ্চন রাহুল কুল পেয়েছিলেন ৪০.৬৯ শতাংশ ভোট।

সুপ্রিয়া সুলে
AAP: নির্বাচনী ইশতেহার প্রকাশ আপের, 'মোদীর গ্যারান্টি'কে পরাস্ত করতে 'কেজরিওয়ালের ১০ গ্যারান্টি'
সুপ্রিয়া সুলে
Lok Sabha Polls 24: জোর করে বোরখা সরিয়ে মুসলিম মহিলাদের মুখ দেখছেন BJP প্রার্থী! শুরু বিতর্ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in