Poll Results: বিজেপিকে হারিয়ে এসপি-র দখলেই মৈনপুরী, খাটৌলিতে জয় পেলেও রামপুরে হার

মৈনপুরী আসনে জয় অখিলেশ যাদবের জন্য দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। কারণ এর অর্থ শুধুমাত্র পারিবারিক আসন ধরে রাখা নয়, বরং তাঁর কাকা শিবপাল যাদবের মধ্যে সম্পর্কের পুনরুত্থান হিসেবেও দেখছে রাজনৈতিক মহল।
নির্বাচনে জয়ের পর ডিম্পল যাদব
নির্বাচনে জয়ের পর ডিম্পল যাদবছবি সমাজবাদী পার্টির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মূলায়ম সিং যাদবের মৃত্যুতে শূন্য হওয়া মৈনপুরী আসন নিজেদের দখলে রাখলো সমাজবাদী পার্টি (এসপি)। মৈনপুরী কেন্দ্রে জয়ের পাশাপাশি রাজ্যের খাটৌলি আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এসপি-আরএলডি জোট। অন্যদিকে রামপুর আসনে কিছু সময় পিছিয়ে থাকলেও শেষে জয়লাভ করেছে বিজেপি।

বিজেপির রঘুরাজ শাক্যকে ২.৯ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে মৈনপুরী আসনে জিতেছেন এসপি প্রার্থী ডিম্পল যাদব।

মৈনপুরী আসনে জয় অখিলেশ যাদবের জন্য দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। কারণ এর অর্থ শুধুমাত্র পারিবারিক আসন ধরে রাখা নয়, বরং তাঁর এবং তাঁর বিচ্ছিন্ন কাকা শিবপাল যাদবের মধ্যে সম্পর্কের পুনরুত্থান হিসেবেও দেখছে রাজনৈতিক মহল।

খাতৌলিতে, এসপি-আরএলডি জোটের মদন ভাইয়া ২২,০৫৪ ভোটের ব্যবধানে বিজেপির রাজকুমারী সাইনিকে পরাজিত করে আসনটি জিতেছেন।

অন্যদিকে, বিজেপি, রামপুর আসনটি এসপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং বিজেপির আকাশ সাক্সেনা ৩১,১৫৮ ভোটের ব্যবধানে এসপি-র অসীম রাজাকে পরাজিত করেছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in