Lok Sabha Polls 24: ভোটের মাঝে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রেখা পাত্র সহ ছয় বিজেপি প্রার্থী

People's Reporter: রেখা পাত্র ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী।
রেখা পাত্র
রেখা পাত্র

লোকসভা ভোটের মাঝে এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সূত্রের খবর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এবার থেকে তাঁকে নিরাপত্তা দেবে সিআরপিএফ জওয়ানরা। ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে বলেই জানা গেছে।

তবে কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার আগেই আজ নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন রেখা পাত্র। খড়িডাঙা এলাকায় আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তাঁকে দেখেই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকান স্থানীয় মহিলারা। শুধু তাই নয়, লাঠিসোঁটা হাতে রেখা পাত্রর দিকে রীতিমতো তেড়ে যান তাঁরা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর।

তবে শুধু রেখা পাত্র নয় রাজ্যের আরও পাঁচ বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, রেখা পাত্র ছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী। ভোট পর্ব মিটে যাওয়া পর্যন্ত এই পাঁচ জনকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা দেবে। এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ভোট শুরু হওয়ার আগেই রাজ্যের স্পর্শকাতর কেন্দ্রের প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল। প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী না দিলেও দুদফার ভোট পর্ব মিটতে দেওয়া হল বিশেষ নিরাপত্তা।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নিরাপত্তা নিয়ে বরাবরই চিন্তিত ছিল পদ্ম শিবির। সন্দেশখালির নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন রেখা পাত্র। তাই প্রার্থী হওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে নিজেই চিন্তিত ছিলেন। এবার থেকে তাঁকে সুরক্ষা দেবে আধা সেনা।

উল্লেখ্য, এর আগে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বিশেষ নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র।

রেখা পাত্র
Lok Sabha Polls 24: ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপির ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের
রেখা পাত্র
Lok Sabha Polls 24: জয়নগর কেন্দ্রের ফলাফলে নির্ণায়ক শক্তি হতে পারে এসইউসিআই(সি) এবং আইএসএফ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in