Lok Sabha Polls 24: ভাদোদরার পর সবরকান্থা, নির্বাচন থেকে নাম প্রত্যাহার আরও এক BJP প্রার্থীর

People's Reporter: সোশ্যাল মিডিয়ায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানান ভিখাজী ঠাকোর। মূলত তাঁর নামের পদবি এবং জাত নিয়ে বহু বিতর্ক শুরু হওয়ার পর থেকেই অস্বস্তিতে ছিলেন তিনি।
নাম প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী ভিখাজী ঠাকোর
নাম প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী ভিখাজী ঠাকোরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

প্রার্থী তালিকায় নাম থাকার পরেও লোকসভা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করলেন আরও এক বিজেপি প্রার্থী। এবার নির্বাচনে লড়াই করবেন না বলে জানালেন গুজরাটের সবরকান্থা লোকসভা কেন্দ্রের প্রার্থী ভিখাজী ঠাকোর। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানান ভিখাজী ঠাকোর। মূলত তাঁর নামের পদবি এবং জাত নিয়ে বহু বিতর্ক শুরু হওয়ার পর থেকেই অস্বস্তিতে ছিলেন তিনি। এই কারণেই নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি বলেও অনেকের মত। বিজেপি ওই কেন্দ্রের দু'বারের সাংসদ দীপসিংহ রাঠোরের পরিবর্তে এবার ভিখাজী ঠাকোরকে টিকিট দিয়েছিল।

ভিখাজীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিজেপির এই প্রার্থী প্রথমে নামের পদবি হিসেবে 'দামোর' ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে 'ঠাকোর' ব্যবহার করেন। তারপরই বিতর্ক চরমে ওঠে। কারণ সবরকান্থা লোকসভা কেন্দ্রে ক্ষত্রিয় (ঠাকোর) ভোটারের সংখ্যা বেশি।

পরে হিম্মতনগরে সাংবাদিক সম্মেলন করে নিজের ঠাকোর পদবি ব্যবহারের সমস্ত প্রমাণ দেন ভিখাজী। এছাড়া তিনি জানান, বিজেপির অনগ্রসর ফ্রন্টের সাথে কাজ করেন তিনি। কিছুই গোপন করেননি বলে দাবিও করেন।

ঠাকোর সম্প্রদায় মূলত উত্তর ও মধ্য গুজরাটে লক্ষ্য করা যায়। গুজরাটের ঠাকোর সম্প্রদায় মূলত কৃষিকাজ এবং জমি সংক্রান্ত পেশার সাথে যুক্ত। তবে সময়ের সাথে সাথে অনেকে নিজের পেশা বদল করেন। কেউ ব্যবসার সাথে যুক্ত হন। কেউ রাজনীতি আবার কেউ শিক্ষার সাথে যুক্ত হয়েছেন। ভারতীয় সংরক্ষণ বিধি অনুযায়ী ঠাকোর সম্প্রদায়কে ওবিসি বিভাগের অধীনে রাখা হয়েছে।

অন্যদিকে, লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গুজরাটের ভাদোদরার বিজেপি প্রার্থী রঞ্জনবেন ভাটও। শনিবার সকালে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি লেখেন, আমি রঞ্জনবেন ধনঞ্জয় ভাট, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনিচ্ছুক।

নাম প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী ভিখাজী ঠাকোর
Lok Sabha Polls 24: ভাদোদরা জুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোষ্টার - নির্বাচন থেকে সরলেন রঞ্জনবেন
নাম প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী ভিখাজী ঠাকোর
Lok Sabha Polls 24: লোকসভা নির্বাচনে উত্তর পূর্বের ৩ রাজ্যে লড়বে না বিজেপি - আঞ্চলিক দলকে সমর্থন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in