পঞ্চম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী ২১২ কোটির মালিক, দরিদ্র প্রার্থীর হাতে কত?

People's Reporter: পঞ্চম দফায় ভোট হচ্ছে হাওড়া জেলার হাওড়া এবং উলুবেড়িয়া, হুগলী জেলার হুগলী, শ্রীরামপুর ও আরামবাগ এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বারাকপুর কেন্দ্রে।
পঞ্চম দফা নির্বাচনে ধনী প্রার্থী হাতে ২১২ কোটি
পঞ্চম দফা নির্বাচনে ধনী প্রার্থী হাতে ২১২ কোটিছবি - সংগৃহীত

দেশজুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন। দেশের ৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯ আসনে ভোট চলছে আজ। মোট ৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৬৯৫ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনীতম প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ২১২ কোটি টাকা। অন্যদিকে, সবচেয়ে দরিদ্র প্রার্থীর হাতে রয়েছে মাত্র ৬৭ টাকা।

পঞ্চম দফায় ভোট হচ্ছে বাংলার মোট ৭ টি কেন্দ্রে। এদিন ভোট হচ্ছে হাওড়া জেলার হাওড়া এবং উলুবেড়িয়া, হুগলী জেলার হুগলী, শ্রীরামপুর ও আরামবাগ এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রে। এছাড়া এদিন ভোট গ্রহণ চলছে বিহার (৫) ঝাড়খণ্ড (৩) মহারাষ্ট্র (১৩) ওড়িশা (৫) উত্তরপ্রদেশ (১৪) জম্মু ও কাশ্মীর (১) এবং লাদাখে (১)।

এই দফায় ধনীতম প্রার্থী হলেন উত্তরপ্রদেশের ঝাঁসি কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুরাগ শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১২ কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী নীলেশ ভগবান সম্বারে। তাঁর মোট সম্পত্তর পরিমাণ ১১৬ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১০ কোটি টাকা।

অন্যদিকে, পঞ্চম দফা ভোটে সব থেকে গরীব প্রার্থী হলেন কাশ্মীরের বারামুলা কেন্দ্রের নির্দল প্রার্থী মহম্মদ সুলতান গনি। তাঁর হাতে রয়েছে মাত্র ৬৭ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুজঃফরপুরের নির্দল প্রার্থী মুকেশ কুমার। তাঁর কাছে রয়েছে ৭০০ টাকা। হুগলির নির্দল প্রার্থী সুরজিৎ হেমব্রমের কাছে ৫৪২৭ টাকা রয়েছে। এই তালিকায় তৃতীয় তিনি।

জানা গেছে, পঞ্চম দফায় মোট ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি। ৬৯৫ জন প্রার্থীর মধ্যে ২২৭ জনই কোটিপতি রয়েছেন। এই দফায় সমাজবাদী পার্টির ১০ জন প্রার্থীই কোটিপতি। অন্যদিকে, শিবসেনা, এনসিপি-রও সব প্রার্থীই কোটিপতি। এছাড়া, বিজেপির ৯৯ শতাংশ প্রার্থী কোটিপতি। ৮৬ শতাংশ কোটিপতি প্রার্থী রয়েছে তৃণমূল থেকেও।

পঞ্চম দফা নির্বাচনে ধনী প্রার্থী হাতে ২১২ কোটি
Lok Sabha Polls 24: হাওড়ার পর এবার হুগলীতে শ্লীলতাহানির অভিযোগ এক জওয়ানের বিরুদ্ধে!
পঞ্চম দফা নির্বাচনে ধনী প্রার্থী হাতে ২১২ কোটি
খড়্গপুরে মোদীর সভার পরই উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ওই টাকা তাঁদের, দাবি বিজেপির! ভোটের মুখে সরগরম এলাকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in