Lok Sabha Polls 24: নির্বাচনে বিজেপিকে সমর্থনের ঘোষণা করল ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমের ডেরা
শনিবার হরিয়ানায় নির্বাচনের আগেই সরাসরি বিজেপিকে সমর্থনের ডাক দিল গুরমিত রাম রহিম-র ডেরা সচ্চা সৌদা। এমনকি ১৫ জনের নির্বাচন কমিটিও গঠন করেছে ডেরা।
আগামীকাল ষষ্ঠ দফায় হরিয়ানার সমস্ত (১০ কেন্দ্র) আসনে নির্বাচন রয়েছে। তার আগে শুক্রবার বিজেপিকে সমর্থনের ঘোষণা করে ডেরা। গুরমিত রাম রহিমের ডেরার এই অবস্থান নির্বাচনের অনেক সমীকরণই বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, করনাল, সোনিপথম রোহতক, ভিবানী-মহেন্দ্রগড়, গুরগাঁও এবং ফরিদাবাদ এই ১০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। তবে চলতি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হিসেব এতো সহজ নয়। গত কয়েক বছর ধরে চলা কৃষক আন্দোলন এবং সদ্য হওয়া কুস্তীগিরদের আন্দোলন এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উনিশে জাঠদের একচেটিয়া সমর্থন পেয়েছিলেন মোদী, সেটাও এ বার নিম্নমুখী। তার উপর এবার বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়ছে কংগ্রেস এবং আপ। ১০ আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি ১টি আসনে প্রার্থী দিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে, ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন রাম রহিম। তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেয় হরিয়ানার পঞ্চকুলা আদালত। সেই শাস্তি ভোগ করছেন ডেরা প্রধান। কিন্তু বার বার তার প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলতে থাকে। শেষবার চলতি বছরের জানুয়ারি মাসে ৫০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন