Lok Sabha Polls 24: ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপির ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের

People's Reporter: রামায়ণ ধারাবাহিকে রাম চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন গোভিল। প্রচারের সময় সেই আবেগকে কাজে লাগিয়েছিলেন তিনি। কিন্তু ভোট মিটতেই কুর্তা-পাজামার জায়গায় এসেছে শার্ট-প্যান্ট।
মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিল
মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিলফাইল ছবি
Published on

ভোট মিটতেই মিরাট ছেড়ে মুম্বাই ফিরলেন বিজেপি প্রার্থী অরুণ গোভিল। রামায়ণ ধারাবাহিকে রাম চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন গোভিল। প্রচারের সময় সেই আবেগকেই কাজে লাগিয়েছিলেন তিনি। কুর্তা-পাজামা-স্যান্ডাল পরে প্রচার সারছিলেন তিনি। কিন্তু ভোট মিটতেই ভোলবদল হল ‘রাম’-এর। কুর্তা-পাজামার জায়গায় এসেছে শার্ট-প্যান্ট। স্যান্ডালের বদলে ফিরেছে শু। বিজেপির উত্তরীয় চলে গিয়ে এসেছে টুপি। রাম-এর এই পরিবর্তন দেখে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস।

সোমবার মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিলের প্যান্ট-শার্ট পরিহিত একটি ছবি এক্স-এ পোস্ট করে উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই বলেন, “জানা গেছে, মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিল নির্বাচন শেষ হওয়ার পরের দিনই মুম্বাই চলে গিয়েছেন। সম্ভবত ওঁর মিরাটের জনসাধারণের মধ্যে থাকতে অসুবিধা হয়েছিল।“

রাই আরও বলেন, “নির্বাচনী প্রচারণার সময় এক সাংবাদিক ওঁকে মিরাটের সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু দেখা গেল উনি সে বিষয়ে কিছুই জানেন না। উত্তরে উনি শুধু বললেন, আগে নির্বাচন হতে দিন, তারপর বিষয়গুলো দেখব। এখন আপনারাই আমাকে বলুন, এমন নেতার কাছে জনগণ কী আশা করবে? এমন নেতা-অভিনেতাদের হাত থেকে একমাত্র রামই আমাদের রক্ষা করতে পারবেন।“

তিনি বলেন, “বিজেপি নেতাদের বেশিরভাগেরই এই নীতি। মানুষ ও মাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেবল প্যারাসুট রাজনীতিতে বিশ্বাসী।“

রাইয়ের এই অভিযোগের অবশ্য পাল্টা ব্যাখ্যা দিয়েছেন বিজেপি প্রার্থী অরুণ গোভিল। তিনি বলেন, দলের নির্দেশেই তিনি মুম্বইয়ে ফিরেছেন। দল তাঁকে অন্য এলাকায় প্রচারে পাঠাতে চায়। সেই কাজ শেষ করে ফের মিরাটে ফিরবেন তিনি।

অরুণ গোভিলের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী সমাজবাদী পার্টির দলিত নেতা সুনীতা ভার্মা। মিরাটের প্রাক্তন মেয়র তিনি। তাঁর স্বামী সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক যোগেশ ভার্মা এলাকায় অত্যন্ত পরিচিত মুখ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in