Rajasthan Polls: ফল প্রকাশের আগেই শুরু রাজনৈতিক তৎপরতা - কংগ্রেস বিজেপির নজরে নির্দল সহ অন্যান্যরা

People's Reporter: বিভিন্ন সংবাদমাধ্যমের করা বুথ ফেরত সমীক্ষার ফলাফলে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও রাজস্থানে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত পাওয়া গেছে। এর পর থেকেই তৎপরতা বেড়েছে রাজনৈতিক শিবিরে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর। যদিও তার আগেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজস্থানে। গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমের করা বুথ ফেরত সমীক্ষার ফলাফলে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও রাজস্থানে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত পাওয়া গেছে। এর পর থেকেই তৎপরতা বেড়েছে রাজনৈতিক শিবিরে। দুই প্রধান রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির নজর এখন বিক্ষুব্ধ, নির্দল এবং অন্যান্য ছোটো রাজনৈতিক দলের দিকে।

আরএলপি, বিএসপি, ভারতীয় আদিবাসী পার্টি এবং সিপিআই(এম) এর মতো তৃতীয় ফ্রন্টের দলগুলি রাজ্যে যৌথভাবে ১২ থেকে ১৭ টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি প্রায় ১০ জন নির্দল প্রার্থীও জয়ী হতে পারেন। এই প্রবণতা সত্যি হলে এই বিধায়কদের হাতে থাকবে কমপক্ষে ২৫টি আসন। যারা সরকার গঠনে নিয়ন্ত্রক ভূমিকা নিতে পারে।

যদিও বিজেপির পক্ষ থেকে কমপক্ষে ১৩০টি আসনে জয়ী হবার দাবি জানানো হয়েছে। দলীয় সূত্র অনুসারে, বিদ্রোহীদের সমর্থন নিয়ে তারাই সরকার গঠন করবে।

চিতোরগড় থেকে দলের বিদ্রোহী প্রার্থী চন্দ্রভান সিং আক্যার সাথে যোগাযোগ করেছে বিজেপি। যিনি বিজেপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজেপির এক নেতা জানিয়েছেন, "এঁরা আমাদের পরিবারের সদস্য এবং আমরা নিশ্চিত যে তাঁরা কোথাও যাবেন না। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি।"

কংগ্রেসের ক্ষেত্রেও একইরকমভাবে, বিদ্রোহী এবং নির্দলদের সাথেও যোগাযোগ করা হচ্ছে।

রাজ্য কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা বলেছেন: "নির্দলরা গত মেয়াদে কংগ্রেসকে সমর্থন জানিয়েছে এবং এবারও তারা সমর্থন দেবে। তবে, আমরা নিশ্চিত যে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাব।"

বিজেপির রাজ্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নারায়ণ পানচারিয়া বলেছেন: "আমরা প্রায় ১৩০ টি আসনে জয়ী হওয়ার বিষয়ে নিশ্চিত... আমরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী, তবে, বিদ্রোহীরা, যারা আমাদের পরিবারের একটি অংশ ছিল, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে।"

অন্যদিকে ফলাফল প্রকাশের আগেই দুই প্রধান রাজনৈতিক দলই জয়ী বিধায়কদের নিরাপদে রাখবার জন্য ভাবনা চিন্তা করছে বলে জানা গেছে।

বিজেপি সূত্র অনুসারে, "ফল প্রকাশের পরেই দুই রাজনৈতিক দলই তাঁদের বিধায়কদের তিন চার দিনের জন্য কোনও নিরাপদ অঞ্চলে সরিয়ে নেবে। অমিত শাহ, জেপি নাড্ডা, বি এল সন্তোষ প্রমুখ শীর্ষ নেতা পরিস্থিতির দিকে নজর রাখছেন। রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত প্রহ্লাদ যোশী রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে সে সম্পর্কে তাঁদের অবহিত করছেন।"

কংগ্রেস তার নির্বাচিত বিধায়কদের কর্ণাটকে বা রাজস্থানে সরিয়ে নিয়ে যাবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে রাজনৈতিক মহলের সূত্র অনুসারে বিজেপি তাদের নির্বাচিত বিধায়কদের গুজরাটে সরিয়ে নিয়ে যেতে পারে।

ছবি প্রতীকী
Rs 2000 Currency Notes: রিজার্ভ ব্যাঙ্কে ফিরেছে ৯৭.২৬%, এখনও বাজারে ছড়িয়ে ২.৭৪% দু'হাজার টাকার নোট
ছবি প্রতীকী
ছত্তিসগড়ে সরকার গড়ার দৌড়ে বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস, দাবি একাধিক এক্সিট পোলে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in