Rajasthan Assembly Polls: রাজস্থানে মনোনয়ন জমার শেষ দিন ৬ নভেম্বর, আজই চালু নির্বাচনী আচরণবিধি

People's Reporter: সোমবার কমিশনের ঘোষণার পর থেকেই রাজ্যে চালু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম এবং ছত্তিশগড়ের সঙ্গে রাজস্থানেরও ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী ৩ ডিসেম্বর।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

রাজস্থানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ নভেম্বর। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই রাজ্যে চালু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম এবং ছত্তিশগড়ের সঙ্গে রাজস্থানেরও ভোটের ফলাফল ঘোষিত হবে আগামী ৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, রাজস্থান নির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হবে আগামী ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৬ নভেম্বর। ৭ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ নভেম্বর। ২০০ সদস্য বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ভোটগ্রহণ হবে আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার।

২০১৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৭ ডিসেম্বর এবং ফলাফল ঘোষিত হয়েছিল ১১ ডিসেম্বর।

২০১৮ বিধানসভা নির্বাচনে ৩৯.৩০ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস পেয়েছিল ১০০টি আসন। অন্যদিকে ৩৮.৭৭ শতাংশ ভোট পেয়ে বিজেপি পায় ৭৩টি আসন। সেবার নির্দলরা জয়ী হয় ১৩ আসনে। বিএসপি ৬ আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৩ আসনে, সিপিআইএম ২ আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি ২ আসনে এবং রাষ্ট্রীয় লোকদল ১ আসনে জয়ী হয়।

২০১৮ বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল ৩,৫৬,৭২,৯১২টি। যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ১,৩৯,৩৫,২০১ এবং বিজেপি পেয়েছিল ১,৩৭,৫৭,৫০২ ভোট। সেবার নোটায় ভোট পড়ে ৪,৬৭,৭৮১টি (১.৩%)।

অঞ্চলভিত্তিকভাবে মারওয়াড় অঞ্চলে ৬১ আসনের মধ্যে কংগ্রেস পায় ২৯ এবং বিজেপি পায় ২৪ আসন। হারোউতি অঞ্চলে ৫৭ আসনের মধ্যে কংগ্রেস পায় ৩৫ আসন এবং বিজেপি পায় ১০ আসন। শেখাওয়াতি অঞ্চলে ২১ আসনের মধ্যে কংগ্রেস পায় ১১ আসন এবং বিজেপি পায় ৪ আসন। মেওয়াড় অঞ্চলের ৬০ আসনের মধ্যে কংগ্রেস পায় ২১ আসন এবং বিজেপি পায় ৩৫ আসন।

ছবি প্রতীকী
Assembly Polls: '২৪-র সেমিফাইনাল'! ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের
ছবি প্রতীকী
MP Polls: কংগ্রেস একটিও ভোট না পেলে বুথ সভাপতিকে ৫১ হাজার টাকা পুরস্কার! ঘোষণা বিজেপি নেতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in