

মনোনয়ন না পেয়ে পাঞ্জাবে দলত্যাগ করলেন এক কংগ্রেস বিধায়ক। মোগা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক হরজোত কমল এদিন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সেই আসন এবার দেওয়া হয়েছে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া সোনু সুদের বোন মালবিকা সুদকে। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে দলত্যাগ করেন ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হরজোত।
এদিন বিজেপিতে যোগ দেবার পর হরজোত কমল বলেন কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা হলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, কংগ্রেসের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন।
এদিন কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হবার পরেই চন্ডীগড়ে বিজেপি অফিসে যান কংগ্রেস বিধায়ক হরজোত কমল। এরপরেই তিনি বিজেপিতে যোগ দেন। এছাড়াও মনোনয়ন না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভা সাংসদ প্রতাপ সিং বাজোয়ার ভাই ফতে জং। তিনি কোয়াদিয়ান কেন্দ্রের বিধায়ক ছিলেন।
শনিবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ৮৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি এবং রাজ্য কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু তাদের পুরোনো কেন্দ্র চমকৌর সাহিব এবং অমৃতসর পূর্ব কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যসভা সাংসদ প্রতাপ সিং বাজোয়া লড়াই করবেন কোয়াদিয়ান কেন্দ্র থেকে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ওম প্রকাশ সোনি লড়াই করবেন অমৃতসর মধ্য কেন্দ্র থেকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন