Punjab: অবিলম্বে ৩ কৃষি আইন বাতিল করুক কেন্দ্রীয় সরকার - শপথ নিয়েই আক্রমণে চরণজিত চান্নি

পাঞ্জাব কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু ঘনিষ্ঠ চরণজিত সিং চান্নি তিনবারের বিধায়ক এবং বিদায়ী অমরিন্দর সিং মন্ত্রীসভায় টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দপ্তরের মন্ত্রী ছিলেন।
রাহুল গান্ধীর সঙ্গে চরণজিত সিং চান্নি
রাহুল গান্ধীর সঙ্গে চরণজিত সিং চান্নিছবি পাঞ্জাব কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অবিলম্বে তিন কৃষি আইন বাতিল করুক কেন্দ্রীয় সরকার। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের রাস্তায় হাঁটলেন চরণজিত সিং চান্নি। শনিবার নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর ইস্তফার পর এদিন তিনি শপথ নেন। পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন দুই উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া এবং ওমপ্রকাশ সোনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

যদিও তড়িঘড়ি মুখ্যমন্ত্রী বদল করলেও পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল এত সহজে ধামাচাপা দেওয়া যাবেনা বলেই অনুমান রাজনৈতিক মহলের। এদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরেই পাঞ্জাবে দলের দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সুনীল জাখর।

চরণজিত সিং চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেবার আগে মুখ্যমন্ত্রী হবার প্রস্তাব দেওয়া হয়েছিলো অম্বিকা সোনিকে। যদিও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পাঞ্জাব কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু ঘনিষ্ঠ চরণজিত সিং চান্নি তিনবারের বিধায়ক এবং বিদায়ী অমরিন্দর সিং মন্ত্রীসভায় টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দপ্তরের মন্ত্রী ছিলেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in