প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধীছবি - সংগৃহীত

‘মঙ্গলসূত্র’ বিতর্কে মোদীকে জবাব প্রিয়াঙ্কার! বললেন, ‘দেশের জন্য মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন আমার মা’

People's Reporter: প্রিয়াঙ্কা বলেন, “৫৫ বছর ধরে কংগ্রেস দেশ শাসন করেছে। কখনও কি কারও মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে? আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সেনা তহবিলে নিজের সোনা দান করেছিলেন।”

‘মঙ্গলসূত্র’ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মোদীর মন্তব্যের পাল্টা জবাবে কংগ্রেস নেত্রীর ভাষণে উঠে এল মা সোনিয়া গান্ধী কথা। বললেন, দেশের জন্য তাঁর মা সোনিয়া গান্ধী নিজের মঙ্গলসূত্র উৎসর্গ করেছিলেন।

বেঙ্গালুরুতে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “৭০ বছর হল দেশ স্বাধীন হয়েছে। ৫৫ বছর ধরে কংগ্রেস দেশ শাসন করেছে। কখনও কি কারও মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হয়েছে? আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সেনা তহবিলে নিজের সোনা দান করেছিলেন। আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে।“

এরপরেই মোদীকে তোপ দেগে বলেন, “আসল সত্য হল মহিলাদের কাছে মঙ্গলসূত্রের গুরুত্ব কী, তা যদি প্রধানমন্ত্রী জানতেন তাহলে একথা বলতে পারতেন না।” বিজেপি শাসন কালের প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা বলেন, “নোট বাতিল করে উনি মহিলাদের সঞ্চয় কেড়ে নিয়ে গিয়েছিলেন। কৃষক আন্দোলনের সময় ৬০০ কৃষক মৃত্যু বরণ করেছেন। মোদিজি ভেবেছেন তাঁদের বিধবা স্ত্রীদের মঙ্গলসূত্রের কথা? মণিপুরে যখন মহিলাকে নগ্ন অবস্থায় ঘোরানো হয়, তখন মোদিজি নীরব থাকেন। আজ ভোটের জন্য এসব বলছেন উনি। ভয় দেখাচ্ছেন মহিলাদের, যাতে তাঁরা ভোট না দেন।”

উল্লেখ্য, গত রবিবার নির্বাচনী প্রচারে রাজস্থানের বাঁশওয়ারায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারে গিয়ে মোদী বলেন, “সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ।“

এরপরেই কংগ্রেসের ইস্তেহারের কথা উল্লেখ করে মোদী বলেন, “কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। মা-বোনেদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।”

মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে আগেই নির্বাচনে কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। মোদীর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনেছে তারা। মোদীর এই মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রথম দফার ভোট শেষ হতেই হতাশ হয়ে পড়েছেন মোদি। সেই জন্যই মিথ্যা কথা বলে আমজনতার নজর ঘোরাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ভোট দেবেন।”

মোদীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ১৭,৪০০ আম জনতাও।

প্রিয়াঙ্কা গান্ধী
দ্বিতীয় দফা ভোটের আগে অস্বস্তিতে মোদী, 'ঘৃণাত্মক বক্তব্য' বিতর্কে কমিশনে চিঠি ১৭,৪০০ নাগরিকের
প্রিয়াঙ্কা গান্ধী
Lok Sabha Polls 24: 'কড়া পদক্ষেপ নিন' - মোদীর 'সম্পদ বিলি' মন্তব্যের বিরুদ্ধে কমিশনকে চিঠি কংগ্রেসের
প্রিয়াঙ্কা গান্ধী
Lok Sabha Polls 24: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে FIR

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in