Poll Results: গুজরাটে গেরুয়া ঝড়, হিমাচলে এগিয়ে কংগ্রেস, ৫ রাজ্যের উপনির্বাচনে পিছিয়ে বিজেপি

হিমাচল প্রদেশের ৬৮ বিধানসভা আসনের ফলাফলের গতিপ্রকৃতি অনুসারে এখনও পর্যন্ত ৩৯ আসনে এগিয়ে কংগ্রেস এবং ২৬ আসনে এগিয়ে বিজেপি। ৩ আসনে এগিয়ে নির্দল প্রার্থীরা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত

গুজরাট এবং হিমাচল প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। এছাড়াও দেশের পাঁচ রাজ্যের ১০টি বিধানসভা আসন এবং ১টি লোকসভা আসনের উপনির্বাচনেও এদিন সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাটে ১৮২ আসনের মধ্যে ১৫৩ আসনে এগিয়ে বিজেপি। আপ এগিয়ে ৬টি আসনে এবং কংগ্রেস ২০ আসনে।

হিমাচল প্রদেশের ৬৮ বিধানসভা আসনের ফলাফলের গতিপ্রকৃতি অনুসারে এখনও পর্যন্ত ৩৯ আসনে এগিয়ে কংগ্রেস এবং ২৬ আসনে এগিয়ে বিজেপি। ৩ আসনে এগিয়ে নির্দল প্রার্থীরা।

উত্তরপ্রদেশের মৈনপুরি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব এখনও পর্যন্ত ২,৫০,৭৪৪ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের হার ৬২.১৪ শতাংশ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এখনও পর্যন্ত পেয়েছেন ১,৪৫,৭৩০ ভোট। প্রাপ্ত ভোটের হার ৩৬.১২ শতাংশ। সমাজবাদী পার্টি নেতা মূলায়ম সিং যাদবের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে এসপি প্রার্থী এখনও এগিয়ে আছেন ১,১০,২৪৫ ভোটে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে বিহারের কুরহানি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিজেপির কেদার প্রসাদ গুপ্তা। তাঁর প্রাপ্ত ভোট ৪৭,৮১০ (৪১.২১%)। এই কেন্দ্রে এগিয়ে জেডি(ইউ) প্রার্থী মনোজ কুমার সিং। তাঁর প্রাপ্ত ভোট ৪৯,৪৩৫ (৪২.৬১%)। এখনও পর্যন্ত জেডি(ইউ) প্রার্থী এগিয়ে ১,৬৯১ ভোটে।

ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সাবিত্রী মনোজ মান্ডবী ৩০,১৯৬ (৪৩.৮২%) ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ব্রহ্মানন্দ নেতাম পেয়েছেন ১৫,৭৭৮ (২২.৯%) ভোট। এখনও এই কেন্দ্রে কংগ্রেসের পক্ষে ব্যবধান ১৪,৪১৮।

ওড়িশার পদমপুর বিধানসভা কেন্দ্রে বিজু জনতা দলের প্রার্থী বর্ষা সিং বারিহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রদীপ পুরোহিত-এর চেয়ে ১৯,৪২৫ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেডি প্রার্থী পেয়েছে ৫৪,১৭৩ (৫৭.৮৫%) ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৪,৭৪৮ (৩৭.১১%) ভোট।

রাজস্থানের সর্দারশহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অনিল কুমার শর্মা এখনও পর্যন্ত পেয়েছেন ৭৬,৭১০ (৪৪.৮৫%) ভোট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কুমার পেয়েছেন ৫৪,০১১ (৩১.৫৮%) ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থানে আছেন আরএলপি-র লাল চাঁদ মুন্ড। তাঁর প্রাপ্ত ভোট ৩৪,৫২৪ (২০.১৯%)। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে ২২,৬৯৯ ভোটে।

উত্তরপ্রদেশের খাটৌলী এবং রামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরএলডি-র মদন ভাইয়া এবং এসপি-র মহম্মদ অসীম রাজা এগিয়ে আছেন। নিকটতম বিজেপি প্রার্থীর সঙ্গে দুই প্রার্থীর ব্যবধান যথাক্রমে ৮,৫৩৪ এবং ৫,২৫৩।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in