

'আব্বাজান' মন্তব্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হলো আদালতে। বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার এই পিটিশন দাখিল করা হয়েছে। স্থানীয় এক সমাজকর্মী তমান্না হাশমি এই পিটিশন দাখিল করেছেন।
নিজের পিটিশনে তামান্না অভিযোগ করেছেন, যোগী আদিত্যনাথের মন্তব্য মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছেন। আবেদনটি যথাসময়ে শুনানির জন্য আদালত কর্তৃক গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার উত্তরপ্রদেশের কুশিনগরে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গিয়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, "আজ আপনারা সবাই রেশন পাচ্ছেন। ২০১৭ সালের আগে কি এই রেশন পেতেন আপনারা? যারা 'আব্বাজান' বলে ডাকেন, তখন সব রেশন তাঁরাই হজম করতেন। সেই সময় কুশিনগরের রেশম বাংলাদেশ এবং নেপালেও পৌঁছানো হতো। আজ যদি কেউ গরিবের রেশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাঁকে জেলে যেতে হবে। আমরা এই অঙ্গীকার নিয়ে কাজ করছি।"
উল্লেখ্য, মুসলমান সম্প্রদায়ের লোকেরা তাঁদের বাবাকে 'আব্বা জান' বলে ডাকেন। এর আগেও একাধিকবার এই সম্প্রদায়কে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেছেন গেরুয়া পোশাকধারী যোগী আদিত্যনাথ।
তমন্না হাশমি একজন সিরিয়াল মামলাকারী। এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আইপিসি ধারায় বিচারের আবেদন জানিয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন