লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। ৪২ টি আসনের মধ্যে ১৬ টি আসনের তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিমান বসু জানিয়েছেন, জোট কখনো ছিল না, আসন সমঝোতা হয়। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। জোটের জন্য পথ খোলা রাখা হয়েছে। আলোচনা চলছে ISF -এর সঙ্গেও।
প্রার্থী তালিকায় সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি সবই নতুন মুখ।
এক নজরে সিপিআইএমের প্রার্থী তালিকা –
জলপাইগুড়িঃ দেবরাজ বর্মণ
কৃষ্ণনগরঃ এস এম সাদি
দমদমঃ সুজন চক্রবর্তী
যাদবপুরঃ সৃজন ভট্টাচার্য্য
কলকাতা দক্ষিণঃ সায়রা শাহ হালিম
হাওড়াঃ সব্যসাচী চ্যাটার্জী
শ্রীরামপুরঃ দীস্পিতা ধর
হুগলীঃ মনোদীপ ঘোষ
তমলুকঃ সায়ন ব্যানার্জী
বাঁকুড়াঃ নীলাঞ্জন দাশগুপ্ত
বিষ্ণুপুরঃ শীতল কৈবর্ত্য
বর্ধমান পূর্বঃ নীরব খাঁ
আসানসোলঃ জাহানারা খান
সিপিআইএমের পাশাপাশি বামফ্রন্ট তার অন্যান্য শরীক দলগুলির প্রার্থীও ঘোষণা করেছে। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের থেকে প্রার্থী হচ্ছেন নীতীশ চন্দ্র রায়। বালুরঘাটে আরএসপি থেকে প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত। এবং মেদিনীপুরে সিপিআই থেকে প্রার্থী হচ্ছেন বিপ্লব ভট্ট।
এদিন সাংবাদিক সম্মেলনে সিএএ লাগু নিয়ে বিমান বসু বলেন, "ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের বিরোধী বামফ্রন্ট। রাজ্যে আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করবো। আর যারা এই ইস্যুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন