Opposition Unity: দেশের সংবিধান রক্ষার জন্য ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে - ইয়েচুরি

এদিনের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইয়েচুরি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে বামপন্থী দলগুলি সবসময় বিশ্বাস করে যে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যবদ্ধ হবার প্রয়োজন রয়েছে।
বৈঠকের পর সীতারাম ইয়েচুরি ও নীতিশ কুমার
বৈঠকের পর সীতারাম ইয়েচুরি ও নীতিশ কুমারছবি, সীতারাম ইয়েচুরির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে চূড়ান্ত রূপ দিতে এদিন এই বৈঠক করেন নীতিশ। বৈঠকে ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা এবং অন্যান্য বাম নেতৃত্ব।

বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী জোট গড়ার লক্ষ্যে এই মুহূর্তে তিন দিনের দিল্লি সফরে আছেন বিহারের মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইয়েচুরি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে বামপন্থী দলগুলি সবসময় বিশ্বাস করে যে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যবদ্ধ হবার প্রয়োজন রয়েছে।

ইয়েচুরি আরও বলেন, এই সময় আমাদের প্রজাতন্ত্র, সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা সবথেকে বড়ো প্রয়োজন। যে কারণে বিজেপিকে এবং বর্তমান কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করা প্রয়োজন। আমাদের প্রাথমিক লক্ষ্য, যে কোনো মূল্যে বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়া আটকানো এবং তা করতে গেলে আমাদের সমস্ত বিরোধী দলকে একত্রিত হতে হবে।

তিনি আরও বলেন, খুব শীঘ্রি সমস্ত বিরোধী দলের নেতৃত্বের এক বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই বিরোধী ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, দেশের সংবিধান রক্ষা করতে ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা প্রয়োজন। সমস্ত বিরোধী দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে এবং নির্বাচনের পরেও এই জোট অটুট থাকবে।

এদিনই এক ট্যুইট বার্তায় ইয়েচুরি বলেন, ভারতীয় সংবিধান, এবং গণতন্ত্র রক্ষার্থে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন, যাকে বিজেপি এবং মোদী সরকার ধ্বংস করতে চাইছে। ভারত এবং ভারতের মানুষের জীবন জীবিকা রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করতে হবে।

আগামী লোকসভা নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে ইয়েচুরি জানান, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে সিপিআইএম এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আসন সমঝোতার আগে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করা হবে।

এই প্রসঙ্গ কেরালার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। তাই ওই রাজ্যে কংগ্রেস এবং বাম দলগুলির মধ্যে লড়াই হবে। কিন্তু যেখানে বিজেপির সঙ্গে লড়াই হবার প্রশ্ন থাকছে সেখানে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

 - with agency inputs

আরও পড়ুন

বৈঠকের পর সীতারাম ইয়েচুরি ও নীতিশ কুমার
লোকসভা নির্বাচনের আগে ‘গরীবের বন্ধু’ ভাবমূর্তি গড়ে তুলতে তৎপর কেন্দ্র - চলছে 'পরামর্শদাতা' নিয়োগ?
বৈঠকের পর সীতারাম ইয়েচুরি ও নীতিশ কুমার
কর্ণাটকে প্রার্থীপদ ঘোষণা হতেই BJP-তে ভাঙন; টিকিট না পেয়ে দল ছাড়লেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in