দেশের ধনীতম প্রার্থীদের একজন, হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতার মোট সম্পত্তি কত জানেন?

People's Reporter: সদ্য রাজনীতিতে নামা মাধবীলতার বিরুদ্ধে রয়েছে একটি ফৌজিদারি মামলা। গত ২০ এপ্রিল মাধবীলতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়।
মাধবীলতা
মাধবীলতাছবি - মাধবী লাথার ফেসবুক পেজ
Published on

তেলেঙ্গানার ধনী প্রার্থীদের মধ্যে অন্যতম হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা। তাঁর মোট সম্পত্তির মূল্য ২২১.৩৭ কোটি টাকা। বুধবার জমা দেওয়া মনোনয়ন পত্র থেকে এই তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুসারে, মাধবীলতা এবং তাঁর স্বামী কমপেল্লা বিশ্বনাথ দুজনেই ব্যবসায়ী। তাঁদের অস্থাবর সম্পত্তির মূল্য ১৬৫.৪৬ কোটি টাকা এবং তাঁদের স্থাবর সম্পত্তির মূল্য ৫৫.৯১ কোটি টাকা। দম্পতির তিন সন্তান রয়েছে। মাধবীলতার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের রয়েছে।

বিজেপি প্রার্থী মাধবীলতা সেকেন্দ্রবাদে বসবাস করেন। হলফনামা অনুসারে, মাধবীলতার অস্থাবর সম্পত্তির মূল্য ৩১.৩১ কোটি টাকা। যার মধ্যে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ২১.২০ কোটি টাকার। ভিরিঞ্চি লিমিটেড কোম্পানিতে বিজেপি প্রার্থীর বিনিয়োগ রয়েছে ৭.৮০ কোটি টাকা। এছাড়া মাধবীলতার কাছে গয়না রয়েছে ৩.৭৮ কোটি টাকা মূল্যের।

অন্যদিকে, মাধবীলতার স্বামী বিশ্বনাথের ভিরিঞ্চি লিমিটেডে ৫২.৩৬ কোটি টাকা মূল্যের শেয়ার সহ ৮৮.৩১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ওই হলফনামা অনুসারে তাঁদের তিন সন্তানের ৪৫ কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি রয়েছে।

বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তির মূল্য ৬.৩২ কোটি টাকা। তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৯.৫৯ কোটি টাকা। দম্পতির এই স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে অকৃষি জমি এবং হায়দ্রাবাদ ও তার আশেপাশে বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক ভবন।

হলফনামা অনুসারে ২০২২-২৩ অর্থবর্ষে মাধবীলতার আয় ছিল ৩.৭৬ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ১.২২ কোটি টাকা। অন্যদিকে তাঁর স্বামীর ২০২২-২৩ অর্থবর্ষে মোট আয় ছিল ২.৮২ কোটি টাকা। এবং ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৬.৮৬ কোটি টাকা।

সদ্য রাজনীতিতে নামা মাধবীলতার বিরুদ্ধে রয়েছে একটি ফৌজিদারি মামলা। গত ২০ এপ্রিল মাধবীলতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (295-A)-র অধীনে মামলাটি নথিভুক্ত হয়েছে। অভিযোগ ওঠে, রামনবমীর দিন সিদ্দিয়াম্বর বাজার সংলগ্ন মসজিদ লক্ষ্য করে তির ছোঁড়ার অঙ্গভঙ্গি করেছেন তিনি। এছাড়াও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন মাধবীলতা। 

মাধবীলতা
Lok Sabha Polls 24: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন নির্বাচন কমিশন! প্রশ্ন কংগ্রেসের
মাধবীলতা
Supreme Court: VVPAT মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট, ৪ প্রশ্ন নির্বাচন কমিশনকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in