Lok Sabha Polls 24: 'কোনো মোদী ঢেউ নেই' - দলীয় প্রার্থীর মন্তব্যে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

People's Reporter: নবনীত রানা বলেন, 'গত নির্বাচনে মোদী ঢেউ থাকার পরেও আমি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলাম'।
বিজেপি প্রার্থী নবনীত কৌর রানা
বিজেপি প্রার্থী নবনীত কৌর রানাছবি - সংগৃহীত

লোকসভা নির্বাচনে দেশের প্রায় সমস্ত কেন্দ্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে লড়াই করছে বিজেপি। কিন্তু ভিন্ন সুর শোনা গেল অমরাবতীর বিজেপি প্রার্থী নবনীত রানার গলায়। ভোটারদের সাফ জানিয়ে দিলেন যে, কোনো মোদী ঢেউ নেই। তাই গুরুত্ব দিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে হাতিয়ার করে একযোগে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনা।

বিজেপির সব প্রার্থীই নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন 'এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট'। তাই নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের ভোট দিন। ২০১৯ সালেও মোদী হাওয়া উঠেছিল গোটা ভারতেই। যার সুবিধা পেয়েছিল বিজেপি। কিন্তু এবার সেই মোদী ঝড়ের ওপর ভর করে ভোট করতে নারাজ নবনীত।

নবনীত রানা বলেন, "গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যেমন ভাবে লড়াই করতে হয় এই লোকসভা নির্বাচনেও আমদের সেইভাবে লড়তে হবে। সকল ভোটারদের আমাদের বেলা ১২টার মধ্যে ভোট দিতে বলতে হবে। আপনারা এটা ভেবে ভুল করবেন না যে এখানে মোদী ঢেউ বইছে"। তিনি আরও বলেন, 'গত নির্বাচনে মোদী ঢেউ থাকার পরেও আমি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলাম'।

বিজেপি প্রার্থীর বক্তব্য শুনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, 'মোদী ঢেউয়ের কথা ভুলে যান। এখন বড় প্রশ্ন হচ্ছে মোদী নিজের কেন্দ্রেই জিততে পারবেন কিনা। আমাদের নেতা উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই বলেছেন, সারা দেশে বিজেপি মাত্র ৪৫টি আসন পাবে। বহু বিজেপি প্রার্থীও ইতিমধ্যেই সেই কথা স্বীকার করে নিচ্ছেন'।

বিজেপি প্রার্থীর বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে এনসিপিও। এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে বলেন, রানা তো সত্যি কথাই বলেছেন। শুধু তিনিই নন অন্যান্য বিজেপি সাংসদরাও তা জানেন। বিজেপি নিজেই জানে যে কোনো মোদী হাওয়া নেই। বিজেপি যেভাবে বিরোধীদেরকে দলে নিচ্ছে তাতে তা পরিষ্কার। এমনকি এতদিন যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতো তাঁদেরও দলে নিয়েছে বিজেপি।"

নবনীত রানা ২০১৪ সালে এনসিপির হয় ভোটে দাঁড়িয়েছিলেন। প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। ২০১৯ সালে নির্দল হিসেবে অমরাবতী লোকসভা কেন্দ্র থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করেন নবনীত। ৪৫.৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। গত মার্চ মাসে বিজেপিতে যোগ দিলে বিজেপি এই আসনে তাঁকেই প্রার্থী করে।

বিজেপি প্রার্থী নবনীত কৌর রানা
Supreme Court: নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে হবে - VVPAT মামলায় কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের
বিজেপি প্রার্থী নবনীত কৌর রানা
Lok Sabha Polls 24: লন্ডন-দুবাইতে বাড়ি, একাধিক দামি গাড়ি - ১৪০০ কোটির সম্পত্তি বিজেপির এই প্রার্থীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in