'দেশকে নতুন দিশা দেওয়ার প্রক্রিয়া শুরু' - নীতীশের সাথে বৈঠকের পর কিসের ইঙ্গিত খাড়গের?

খাড়গে টুইট করে বলেন: "এবার দেশ এক হবে। 'গণতন্ত্রকে শক্তিশালী করা হবে আমাদের উদ্দেশ্য। রাহুল গান্ধী এবং আমি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাথে আলোচনা করেছি।"
নীতীশের সাথে বৈঠকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী
নীতীশের সাথে বৈঠকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীছবি সংগৃহীত

২০২৪ সালের নির্বাচনের আগে ‘বিরোধী ঐক্য’ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী নেতারা। আর সেই লক্ষ্যেই সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেছেন নীতীশ কুমার। রবিবারই, দিল্লিতে কেজরীওয়ালের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন জেডিইউ প্রধান।

বৈঠকের পরে খাড়গে হিন্দিতে টুইট করে বলেন: "এবার দেশ এক হবে, 'গণতন্ত্রকে শক্তিশালী করা হবে আমাদের উদ্দেশ্য। রাহুল গান্ধী এবং আমি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাথে আলোচনা করেছি। দেশকে একটি নতুন দিশা দেওয়ার প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গিয়েছি।"

সূত্র মারফত জানা যাচ্ছে, বিরোধী ঐক্য নিয়ে আলোচনার পাশাপাশি, নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

গত রবিবারই, দিল্লিতে কেজরীওয়ালের বাসভবনে গিয়ে সাম্প্রতিক অর্ডিন্যান্স বিতর্কে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নীতীশ কুমার। ওই অর্ডিন্যান্সকে সংসদে বিল হিসাবে পাশ করানোর চেষ্টা হলে রাজ্যসভায় সব বিরোধী দল এক হয়ে তা আটকাবে বলেও কেজরীওয়ালকে জানিয়েছেন তিনি।

শুধু কেজরিওয়াল নয়, গত মাসের মধ্যে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছেন JD(U) প্রধান। একইসঙ্গে, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে, NCP সুপ্রিমো শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও বাম নেতা ডি রাজার সাথেও আলোচনা করেছেন নীতীশ কুমার। আবার চলতি মাসে কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার কথা রয়েছে অরবিন্দ কেজরীওয়ালের।

এর আগে গত ১২ এপ্রিল, দিল্লিতে খাড়গের বাসভবনে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও RJD নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সঙ্গে ছিলেন JD (U)-র সর্বভারতীয় সভাপতি লালন সিংহ, RJD-এর রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা এবং কংগ্রেস নেতা সালমান খুরশিদ।

বেশ কয়েকটি ক্ষেত্রে, কংগ্রেস-বিরোধীদের একত্রিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নীতিশ কুমার। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ভোটব্যাঙ্ক ভাগ হওয়া রুখতে বিরোধীরা মধ্যে ‘সমঝোতা গড়ে তোলার’ কথা জানিয়েছেন তিনি।

২০ মে বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন নীতিশ কুমার। কর্ণাটকের জয়ে উত্সাহিত হয়ে এখন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানাতে প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in