ABP C-Voter Opinion Poll: মধ্যপ্রদেশ হাতছাড়া বিজেপির! ১১৩ থেকে ১২৫টি আসন পেয়ে এগিয়ে কংগ্রেস
গ্রাফিক্স - আকাশ নেয়ে

ABP C-Voter Opinion Poll: মধ্যপ্রদেশ হাতছাড়া বিজেপির! ১১৩ থেকে ১২৫টি আসন পেয়ে এগিয়ে কংগ্রেস

People's Reporter: ওপিনিয়ন পোল বলছে, হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও মধ্যপ্রদেশে সরকার গড়ার ক্ষেত্রে বিজেপির থেকে অল্প এগিয়ে রয়েছে কংগ্রেস।

বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে মধ্যপ্রদেশে পুনরায় সরকার গড়তে পারে কংগ্রেস। তেমনই ইঙ্গিত দিল ABP C-Voter।

সোমবার রাতে প্রকাশিত ABP C-Voter-এর ওপিনিয়ন পোল বলছে, হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও মধ্যপ্রদেশে সরকার গড়ার ক্ষেত্রে বিজেপির থেকে অল্প হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের দখলে যেতে পারে ১১৩-১২৫টি আসন, অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৪-১১৬টি আসন। মায়াবতীর বিএসপি-র পেতে পারে ০ থেকে ২টি আসন এবং অনান্যরা পেতে পারে ০ থেকে তিনটি আসন।

সমীক্ষা অনুযায়ী, আসন সংখ্যার দিক থেকে কংগ্রেস এগিয়ে থাকলেও ভোট শতাংশের দিক থেকে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। এবারের নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৪৪.৬ শতাংশ ভোট এবং বিজেপির দখলে থাকবে ৪৪.৭ শতাংশ। গতবার অর্থাৎ ২০১৮ সালে হাত শিবিরের দখলে ছিল ৪০.৯ শতাংশ ভোট এবং পদ্ম শিবিরের দখলে ৪১ শতাংশ। ৩৮ হাজার ৩৪৩ জনকে জিজ্ঞাসাবাদ করে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে।

সোমবার পাঁচটি রাজ্য - মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ নভেম্বর ভাগ্য নির্ধারণ হবে মধ্যপ্রদেশের। ফলাফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

২০১৮ সালের নির্বাচনে মহারাষ্ট্রের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কমল নাথের নেতৃত্বে সরকার গড়েছিল কংগ্রেস। কিন্তু সরকার গঠনের মাত্র ১৫ মাসের মধ্যেই মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্যতম শক্ত খুঁটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কমল নাথের সরকার। সিন্ধিয়ার মদতে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে সরকার গড়ে বিজেপি। কিন্তু এবার সেই সমীকরণ আবারও কংগ্রেসের পক্ষে যেতে পারে বলেই মত ABP C-Voter ওপিনিয়ন পোল সমীক্ষার।

নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই চার দফায় নির্বাচনী প্রার্থীদের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। অবশেষে চতুর্থ দফার তালিকায় ঠাঁই পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ৯ অক্টোবর প্রকাশিত এই প্রার্থী তালিকাতেও জায়গা পেয়েছেন দলের ৭ জন সাংসদ। অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৫ অক্টোবরের পর প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে শতাব্দী প্রাচীন দল। আগামী ১৭ নভেম্বরই ভাগ্য নির্ধারণ হবে মধ্যপ্রদেশের আর তার ফলাফল প্রকাশিত গবে ৩ ডিসেম্বর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in