লোকসভা নির্বাচনের আগে ‘গরীবের বন্ধু’ ভাবমূর্তি গড়ে তুলতে তৎপর কেন্দ্র - চলছে 'পরামর্শদাতা' নিয়োগ?

সংবাদ সংস্থা IANS জানিয়েছে, প্রচার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত তথ্য আধিকারিকদের ২০২৪ সালের মে পর্যন্ত 'পরামর্শদাতা' হিসাবে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
লোকসভা নির্বাচনের আগে ‘গরীবের বন্ধু’ ভাবমূর্তি গড়ে তুলতে তৎপর কেন্দ্র - চলছে 'পরামর্শদাতা' নিয়োগ?
ফাইল ছবি সংগৃহীত
Published on

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সাংবাদিক, অবসরপ্রাপ্ত তথ্য আধিকারিকদের 'পরামর্শদাতা' হিসাবে নিয়োগের পরিকল্পনা করছে মোদী সরকার। পুরোটাই হবে স্বল্পমেয়াদী চুক্তিতে, ২০২৪ সালের মে পর্যন্ত। সূত্রের খবর, মোদীর ‘গরীবের বন্ধু’ ভাবমূর্তি গড়ে তুলতেই এই নিয়োগ করছে কেন্দ্র।

রাজনীতিতে ভাবমূর্তিই আসল সম্পদ। একথা সর্বাগ্রে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বরাবরই নিজের নতুন ভাবমূর্তি গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন তিনি।

সংবাদ সংস্থা আইএএনএস (IANS) জানিয়েছে, মিডিয়ার মাধ্যমে প্রচার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত তথ্য আধিকারিকদের ২০২৪ সালের মে পর্যন্ত, স্বল্পমেয়াদের 'পরামর্শদাতা' হিসাবে নিয়োগের পরিকল্পনা করছে মোদী সরকার।

এই পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস দাবি করেছে, ‘এই 'পরামর্শদাতা'দের সমস্ত রাজ্যের রাজধানীতে নিয়োগ করা হবে। এবং, গত ৯ বছরে কেন্দ্র সরকার যে জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচী নিয়েছে, সেগুলি প্রচারে সহায়তা করবেন তাঁরা। এই উদ্যোগের পিছনে আসল উদ্দেশ্য হল, জনগণের কাছে মোদী সরকারকে ‘গরীবের বন্ধু’ হিসাবে তুলে ধরা।’

সূত্রের খবর, কেন্দ্রের মোদী সরকার ‘গরীবের বন্ধু’ - এই ভাবমূর্তি গড়ে তুলতে একটি ব্লুপ্রিন্ট করেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। যেখানে ঠিক করা হয়েছে, সরকার যাঁদের 'পরামর্শদাতা' হিসাবে নিয়োগ দেবে, তাঁরা প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) অফিসারদের সঙ্গে কাজ করবে।

জানা যাচ্ছে, নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্বে মুম্বাই, চেন্নাই এবং গান্ধীনগরের মতো গুরুত্বপূর্ণ শহরে তিনজন 'পরামর্শদাতা' নিয়োগ করা হবে, যাঁরা সেই অঞ্চলের পিআইবি অফিসারদের সাথে একযোগে কাজ করবেন।

জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরির জন্য, কার্যকরী বার্তা প্রেরণের কৌশল তৈরিতে সহায়তা করবেন এই পরামর্শদাতারা। গত ৯ বছরে কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, বিশেষ করে দরিদ্র, মহিলা এবং শিশুদের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তা নিয়ে প্রচার কর্মসূচী চালাবেন তাঁরা। যার মধ্যে থাকছে - গরীব কল্যাণ অন্ন যোজনা, উজ্জ্বলা যোজনা এবং MUDRA লোন যোজনার মতো বিষয়।

লোকসভা নির্বাচনের আগে ‘গরীবের বন্ধু’ ভাবমূর্তি গড়ে তুলতে তৎপর কেন্দ্র - চলছে 'পরামর্শদাতা' নিয়োগ?
Karnataka: BJP-র দ্বিতীয় তালিকাতেও বাদ একাধিক হেভিওয়েট, ফেসবুকে ক্ষোভ উগরে এক বিধায়কের দলত্যাগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in