MCD Polls 22: ১৫ বছর পর দিল্লি পুরসভা হাতছাড়া BJP-র, ক্ষমতায় AAP

দিল্লি পুরসভায় ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬ টি আসন। এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা অনুসারে ১২৬-এর বেশি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। বুধবার সকাল থেকে ৪২টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল
সাংবাদিকদের মুখোমুখি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালছবি আপ ট্যুইটার হ্যান্ডেলের ভিডিও থেকে স্ক্রীনশট

দীর্ঘ ১৫ বছর পর দিল্লি পুরসভা হাতছাড়া হল বিজেপির। ২৫০ আসন বিশিষ্ট মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-র নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত আম আদমি পার্টি (AAP) ১২৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে। বিজেপি এখনও পর্যন্ত জয়ী হয়েছে ৯৭টি আসনে। গত ৪ ডিসেম্বর এমসিডি-র নির্বাচন অনুষ্ঠিত হয়।

দিল্লি পুরসভায় ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬ টি আসন। এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা অনুসারে ১২৬-এর বেশি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। বুধবার সকাল থেকে ৪২টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,৩৪৯ জন প্রার্থী।

দুপুর সাড়ে বারোটায় পাওয়া ফলাফলের সরকারি প্রবণতা অনুসারে, AAP ৯টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি ৭টিতে এগিয়ে রয়েছে। ৭টি আসনে জয়ী কংগ্রেসও ২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। ৩ নির্দল প্রার্থী জয়ী হয়েছেন।

এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার ডেপুটি মনীশ সিসোদিয়া এবং অন্যান্য AAP নেতাদের সাথে তার বাসভবনে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা রাঘব চাড্ডা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলের সদর দফতরে সংবাদমাধ্যমকে সম্বোধন করে মুখপাত্র সঞ্জীব ঝা জানিয়েছেন মেয়র হবেন AAP-এর।

তিনি আরও বলেন, "বিজেপি দিল্লিকে আবর্জনায় ঢেকে দিয়েছে। সেই আবর্জনা পরিষ্কার করা হবে এবং এমসিডিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার গঠন করা হবে। দিল্লির মানুষ এমসিডিতে AAP-কে আনার সিদ্ধান্ত নিয়েছে যাতে দিল্লি একটি পরিষ্কার এবং সুন্দর শহর হিসাবে আবির্ভূত হয়।"

আরও পড়ুন

সাংবাদিকদের মুখোমুখি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল
গুজরাটে ভোটে অংশ নেওয়া ৩৩০ প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস, শীর্ষে আপ: ADR রিপোর্ট
সাংবাদিকদের মুখোমুখি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল
ভোটের মুখে ৭১ হাজার নিয়োগপত্র বিলি মোদীর, তীব্র কটাক্ষ কংগ্রেস সভাপতি খাড়গের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in