Mayawati: কোনও জোট নয়, একা লড়বে বিএসপি - গুঞ্জন উড়িয়ে স্পষ্ট করলেন মায়াবতী

People's Reporter: মায়াবতী বলেন, সমাজের স্বার্থে, বিশেষ করে গরীব, বঞ্চিত এবং অবহেলিতদের স্বার্থে বহুজন সমাজ পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে মানুষকে সাথে নিয়ে একক শক্তিতেই লড়াই করবে।
বিএসপি নেত্রী মায়াবতী
বিএসপি নেত্রী মায়াবতী ফাইল ছবি দ্য প্রিন্ট-এর সৌজন্যে

আসন্ন লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটের সম্ভাবনা আরও একবার উড়িয়ে দিলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) তিনি স্পষ্টই জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে একলা লড়াই করবে বিএসপি। তারা কোনও রাজনৈতিক জোটের অংশীদার হতে ইচ্ছুক নয়।

এদিনের এক্স হ্যান্ডেল বার্তায় মায়াবতী জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বিএসপি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না একথা বারবার জানানো সত্ত্বেও প্রতিদিন বিএসপি জোটে যোগ দেওয়া প্রসঙ্গে গুজব ছড়াচ্ছে। এই গুজব থেকেই প্রমাণিত হয় যে কোনও কোনও রাজনৈতিক বিএসপিকে ছাড়া ভালোভাবে পথ চলতে পারবে না।

ওই বার্তাতেই তিনি আরও বলেন, সমাজের স্বার্থে, বিশেষ করে গরীব, বঞ্চিত এবং অবহেলিতদের স্বার্থে বহুজন সমাজ পার্টি আসন্ন লোকসভা নির্বাচনে মানুষকে সাথে নিয়ে একক শক্তিতেই লড়াই করবে।

বিগত লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি সমাজবাদী পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করেছিল। ওই নির্বাচনে বিএসপি জয়ী হয় ১০ আসনে এবং সমাজবাদী পার্টি জয়ী হয় ৫ আসনে। বিএসপি-র প্রাপ্ত ভোট ছিল ১,৬৬,৫৮,৯১৭ এবং সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোট ছিল ১,৫৫,৩৩,৬২০। কোনও জোটে না থাকা কংগ্রেস জয়ী হয় ১ আসনে।

বিগত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৬২ আসনে এবং বিজেপির জোট সঙ্গী আপনা দল (সোনেলাল) জয়ী হয় ২টি আসনে।

বিএসপি নেত্রী মায়াবতী
Madhya Pradesh : বিজেপিতে যাচ্ছেন না কমলনাথ! জল্পনা ওড়ালেন মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি
বিএসপি নেত্রী মায়াবতী
Lok Sabha Polls 24: সুপ্রিয়া বনাম সুনেত্রা - বারামতী কেন্দ্র নিয়ে দুই পাওয়ার-এর পারিবারিক লড়াই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in