Manipur Polls 22: টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের

মণিপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় বিজেপি নেতাদের মধ্যে দলছাড়ার হিড়িক পড়েছে। দলত‍্যাগী নেতাদের কেউ কেউ কংগ্রেসে যোগ দিয়েছেন আবার কারো গন্তব্য আঞ্চলিক দল।
টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের
টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের প্রতীকী ছবি

মণিপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় বিজেপি নেতাদের মধ্যে দলছাড়ার হিড়িক পড়েছে। দলত‍্যাগী নেতাদের কেউ কেউ কংগ্রেসে যোগ দিয়েছেন আবার কারো গন্তব্য আঞ্চলিক দল।

নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা ঘোষণার একদিন পর নিজের বহু অনুগামী নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মোইরাং বিধানসভার বর্তমান বিধায়ক পি শরৎ চন্দ্র সিং। বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী নিংথৌজাম বীরেন কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসে যোগ দিয়েছেন নিংথৌজাম জয়কুমার সিং।

কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে আরও ১২ জন বিজেপি নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শীঘ্রই তাঁরা দলবদল করবেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ - দুই দফায় মণিপুরে বিধানসভা নির্বাচন। গত রবিবার মোট ৬০টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় কমপক্ষে ১০ জন প্রাক্তন কংগ্রেস নেতার নাম রয়েছে। এরপরই গতকাল পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুত্তলিকা পোড়ান তাঁরা। দলীয় পতাকাতেও আগুন ধরিয়ে দেন। রাজ্যের একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়।

বিজেপি ত‍্যাগী নেতা-কর্মীদের কংগ্রেসে স্বাগত জানিয়েছেন মণিপুর কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট কে এইচ দেবব্রত। একটি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, "আমরা ইতিমধ্যেই ৪০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছি ‌ আগামী দুই বা তিনদিনের মধ্যে বাকি নামগুলোও প্রকাশ করা হবে। কিন্তু এখন টিকিট না পাওয়া অনেক বিজেপি নেতা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কংগ্রেসের প্রতি আনুগত্য দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত।"

অন‍্য একটি সূত্র মারফত জানা গেছে, টিকিট না পাওয়া বিজেপি নেতাদের একটি অংশ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন‍্যাশনাল পিপলস্ পার্টি বা এনপিপি-র সাথে যোগাযোগ রাখছেন। দু-এক দিনের মধ্যে এনপিপি-তে যোগ দেবেন তাঁরা। দলবদলের তালিকায় দু'জন বর্তমান বিধায়কও রয়েছেন - ওয়াংখেই বিধানসভা কেন্দ্রের প্রবীণ নেতা ওয়াই ইরাবোট সিং এবং কাকচিং আসনের বিধায়ক রামেশ্বর।

কনরাড সাংমা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "গতবারের চেয়ে এবারে মণিপুরে আমরা অনেক বেশি প্রার্থী দিতে চাই। অন্যান্য দলের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন। উত্তর-পূর্বে দলের চেয়ে প্রার্থী অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা ভালো প্রার্থীর খোঁজে রয়েছি।"

টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক বিজেপি নেতাদের
UP Polls 22: 'সারপ্রাইজ এলিমেন্ট' - অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো BJP

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in