মহারাষ্ট্রে নির্বাচনের ঢাকে কাঠি পড়লো। শুক্রবার মহারাষ্ট্র বিধানসভার বর্তমান বিরোধী জোট মহা বিকাশ আঘাদির পক্ষ থেকে শুরু হল নির্বাচনী প্রচারাভিযান। এদিনের প্রচারাভিযানে অংশ নেয় কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। এদিনই এই তিন দলের শীর্ষ নেতৃত্ব মুম্বাইয়ের সম্মুখানন্দ হলে এক বৈঠকে মিলিত হন।
এদিনের বৈঠকে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শীর্ষ নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং এনসিপি (এসপি) যাকেই প্রার্থী করুক তাঁকেই সমর্থন দেবে শিবসেনা উদ্ধব গোষ্ঠী।
সূত্র অনুসারে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহা বিকাশ আঘাদির পক্ষে নির্বাচনী প্রচারের প্রধান দায়িত্ব পালন করবেন উদ্ধব ঠাকরে। যদিও মহা বিকাশ আঘাদির কোন দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে এখনও পর্যন্ত সব রাজনৈতিক দলই চুপ। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে সবথেকে এগিয়ে আছেন উদ্ধব ঠাকরে।
এদিনের বৈঠকেও নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেই তুলে ধরেছেন উদ্ধব ঠাকরে। এদিন তিনি বলেন, আমি কখনোই মনে করিনা আমার নিজের জন্য লড়াই করছি। আমি মহারাষ্ট্রের অধিকারের জন্য লড়াই করছি। আমি মহা বিকাশ আঘাদির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কংগ্রেস এবং এনসিপি (এসপি)-র যে কোনও প্রার্থীকে সমর্থন করবো।
তিনি আরও বলেন, বিজেপির সঙ্গে আমাদের জোট করার অভিজ্ঞতা ভিত্তিতে জানাতে চাই যে যে দল সবথেকে বেশি আসন পাবে সেই দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী করা হবে এরকম কোনও নীতিতে আমি বিশ্বাসী নই। আমরা অতীতে দেখেছি জোটের যে দল বেশি আসন পায় সেই দল অন্যের ওপর তাদের মতামত চাপিয়ে দিতে চায়। সুতরাং এই ধরণের কোনও নীতিতে আমি বিশ্বাসী নই। তাছাড়া যে দল বেশি আসন পাবে সেই দল থেকেই মুখ্যমন্ত্রী করা হবে এই ধরণের ভাবনাতে জোট সঙ্গীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন