মহারাষ্ট্রে বিজেপির শক্ত ঘাঁটিতে রেকর্ড ব্যবধানে জয়ী কংগ্রেস

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কসবা পেঠ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র হেমরাজ ধাঙ্গেকর। তিনি পেয়েছেন ৭২,৫৯৯ টি ভোট।
কসবা পেঠ আসনে জয়ী কংগ্রেস
কসবা পেঠ আসনে জয়ী কংগ্রেসছবি সংগৃহীত

মহারাষ্ট্রে বিধানসভা উপনির্বাচনে বিজেপির সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুটি আসনের মধ্যে একটিতে জয়ী হয়েছে বিজেপি। আর, অন্যটিতে কংগ্রেস। কংগ্রেসের জয়ী হওয়া আসনটি বিজেপির দখলে ছিল।

মহারাষ্ট্রের পুনে জেলার দুটি আসন - কসবা পেঠ এবং চিঞ্চওয়াড় কেন্দ্রের উপনির্বাচনের গণনা ছিল আজ। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কসবা পেঠ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রবীন্দ্র হেমরাজ ধাঙ্গেকর (Ravindra Hemraj Dhangekar)। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রবীন্দ্র ধাঙ্গেকর পেয়েছেন ৭২,৫৯৯ টি ভোট। তাঁর ভোট শেয়ার ৫৩ শতাংশ।

এই আসনে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হেমন্ত নারায়ন রাসানে (Hemant Narayan Rasane) পেয়েছেন ৬১,৭৭১ টি ভোট। তাঁর ভোট শেয়ার ৪৫.০৭ শতাংশ। অর্থাৎ, এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন ১০,৮২৮ ভোটে।

নিজের জয়ের সম্পূর্ণ কৃতিত্ব জনগণকে দিয়েছেন ধাঙ্গেকর। তিনি বলেন, "এটা ভোটারদের জয় কারণ তাঁরা আমাকে নির্বাচিত করার দায়িত্ব নিয়েছিল। আমি এই এলাকার জনগণের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব। তাঁরা আমার প্রতি যে আস্থা রেখেছেন তার মূল্য রাখবো।” 

অন্যদিকে, চিঞ্চওয়াড় কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অশ্বিনী লক্ষ্মণ জগতাপ (Ashwini Laxman Jagtap)। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, তাঁর দখলে গিয়েছে ১,৩৫,৪৩৪ টি ভোট। আর, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP)-র প্রাথী বিঠল ওরফে নানা কাটে (Vitthal alias Nana Kate) পেয়েছেন ৯৯,৩৪৩ টি ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ৭,৪২৬ ভোটে।

আবার, এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন  শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর(ইউবিটি) বিদ্রোহী রাহুল কালাতে। তিনি পেয়েছেন ৪৪ হাজারের বেশি ভোটে।

প্রসঙ্গত, দুই বিজেপি বিধায়ক মুক্তা তিলক (কসবা) এবং লক্ষ্মণ জগতাপ (চিঞ্চওয়াড়)-এর মৃত্যুর কারণে গত ২৬ ফেব্রুয়ারি দুই কেন্দ্রে উপনির্বাচন হয়। দুই কেন্দ্রেই ভোট পড়েছিল ৫০ শতাংশ।

কসবা পেঠ আসনে জয়ী কংগ্রেস
Tripura Election Result: জিতেও ত্রিপুরায় 'হার' BJP-র! কিভাবে দেখুন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in