Madhya Pradesh Polls: মধ্যপ্রদেশে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা, দাতিয়া কেন্দ্রে প্রার্থীবদল

People's Reporter: দাতিয়া কেন্দ্রে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নরোত্তম মিশ্রের বিরুদ্ধে কংগ্রেস রাজেন্দ্র ভারতীকে দাঁড় করিয়েছে। এই কেন্দ্র থেকে সদ্য দলে যোগ দেওয়া অবধেশ নায়েককে প্রার্থী করা হয়েছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের দ্বিতীয় তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে ৮৮ প্রার্থীকে। বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত এই তালিকার পর মধ্যপ্রদেশের ২৩০ জন প্রার্থীর মধ্যে ২২৯ জনেরই নাম ঘোষণা করল কংগ্রেস।

কংগ্রেস সূত্র অনুসারে বেতুল জেলার আমলা কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্রেস। ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা মহিলা ডেপুটি কালেক্টর নিশা বাংরের। যদিও রাজ্যের বর্তমান বিজেপি সরকার এখনও পর্যন্ত তাঁর ইস্তফা গ্রহণ না করায় এবং বিষয়টি আদালতে যাওয়ায় তাঁর নাম ঘোষণা করা যায়নি।

এর আগে প্রথম দফায় গত রবিবার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় প্রথম দফায় প্রকাশিত তিন প্রার্থীর নাম বদল হয়েছে। কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দাতিয়া, গোটেগাও এবং পিছোড়ে কেন্দ্রের প্রার্থী বদল হয়েছে।

গোটেগাও (এসসি) কেন্দ্রে কংগ্রেস বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন স্পীকার নর্মদা প্রসাদ প্রজাপতিকে প্রার্থী করা হয়েছে। এর আগে ওই কেন্দ্র থেকে শেখর চৌধুরীর নাম কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিল।

দাতিয়া কেন্দ্রে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা নরোত্তম মিশ্রের বিরুদ্ধে কংগ্রেস দলীয় নেতা রাজেন্দ্র ভারতীকে দাঁড় করিয়েছে। এর আগে এই কেন্দ্র থেকে সদ্য দলে যোগ দেওয়া অবধেশ নায়েককে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। যদিও দলীয় কর্মীদের অসন্তোষ ও আপত্তির কারণে এই কেন্দ্রে প্রার্থী বদল করতে বাধ্য হয় কংগ্রেস।

পিছোড়া কেন্দ্রে এর আগে শৈলেন্দ্র সিং-এর নাম ঘোষিত হলেও নতুন তালিকা অনুসারে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরবিন্দ সিং লোধী বলে জানানো হয়েছে।

গতকাল ৮৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার পর এক এক্স বার্তায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস সভাপতি কমলনাথ বলেন, আপনারা সকলে বিধানসভা নির্বাচনের মুখে একজন বিধায়ক হবার সম্ভাবনা নিয়ে এবং রাজ্যের ভবিষ্যৎ বদলানোর সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছেন।

২০১৮ বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেস জয়ী হয় ১১৪ আসনে এবং বিজেপি জয়ী হয় ১০৯ আসনে। প্রথমে কংগ্রেস ক্ষমতাসীন হলেও পরে ২০২০ সালের মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেসের বেশ কিছু নেতা দলবদল করলে কংগ্রেস সরকার পড়ে যায় এবং বিজেপি ক্ষমতাসীন হয়। বর্তমান বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১২৭।

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষিত হবে ৩ ডিসেম্বর।

ছবি প্রতীকী
Madhya Pradesh Polls: মধ্যপ্রদেশে ৮১ শতাংশ বিধায়কই কোটিপতি, সর্বাধিক বিজেপির - রিপোর্ট
ছবি প্রতীকী
প্রার্থী তালিকা প্রকাশের পরেই রাজস্থান বিজেপিতে গোষ্ঠী কোন্দল! বিক্ষুব্ধ 'বঞ্চিত'রা, নীরব রাজে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in