Lok Sabha Polls 24: পঞ্চম দফায় উত্তরপ্রদেশে হেভিওয়েট ভোট! কঠিন পরীক্ষায় স্মৃতি-রাজনাথ-রাহুল

People's Reporter: ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই ১৪ টির মধ্যে ১৩ টি আসনে জেতে বিজেপি। শুধুমাত্র রায়বেরেলি আসনে জিতেছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী।
রাহুল গান্ধী, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং
রাহুল গান্ধী, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং ছবি - সংগৃহীত

আগামী ২০ মে পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ১৪ টি লোকসভা আসনে নির্বাচন। কঠিন পরীক্ষায় নামছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী। তালিকায় রয়েছেন বিজেপির রাজনাথ সিং, স্মৃতি ইরানি থেকে শুরু করে কংগ্রেসের রাহুল গান্ধী।

পঞ্চম দফায় উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, জালাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেপুর, কৌশাম্বী, বারাবাঙ্কি, ফৈজাবাদ, কায়সারগঞ্জ এবং গোন্ডা সহ ১৪ টি লোকসভা আসনে ভোট। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই ১৪ টির মধ্যে ১৩ টি আসনে জেতে বিজেপি। শুধুমাত্র রায়বেরেলি আসনে জিতেছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী।

রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত। চলতি লোকসভায় মায়ের কেন্দ্র রায়বেরেলি থেকে লড়ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর বিপরীতে বিজেপির হয়ে লড়বেন দীনেশ প্রতাপ সিং।

অন্যদিকে, কংগ্রেসের আরেক ঘাঁটি আমেঠিতেও ভোট আগামী ২০ মে। উনিশের লোকসভা নির্বাচনে ওই আসনে কংগ্রেসের রাহুল গান্ধীকে হারিয়ে জিতেছিলেন বিজেপির স্মৃতি ইরানি। চলতি লোকসভা নির্বাচনে বিদায়ী সাংসদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের কে এল শর্মা।

উত্তরপ্রদেশের লখনউয়ে তৃতীয় বারের জন্য বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরপর দু’বার লখনউয়ের সাংসদ ছিলেন তিনি। চলতি লোকসভায় তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন – এসপির রবিদাস মেহরোত্রা এবং বিএসপির সরওয়ার মালিক। যাঁদেরকে তুলনামূলক ভাবে দুর্বল প্রার্থী মনে করা হচ্ছে।

পঞ্চম পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল কায়সারগঞ্জ। যেখানে এবার বিজেপির প্রার্থী হয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিদায়ী সাংসদ তথা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং। ব্রিজ ভূষণ স্মরণ সিংকে এবার টিকিট দেয়নি বিজেপি। করণ সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসপির ভগত রাম মিশ্র এবং বিএসপির নরেন্দ্র পাণ্ডে।

অন্যদিকে, মোহনলালগঞ্জ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। এবারে তাঁর বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ এসপির আর কে চৌধুরী। ওই কেন্দ্রে বিএসপি প্রার্থী করেছে রাজেশ কুমারকে।

ঝাঁসি থেকে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রী মন্ত্রী প্রদীপ জৈনকে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ অনুরাগ শর্মা। বিএসপি প্রার্থী স্থানীয় ছাত্র নেতা রবি প্রকাশ মৌর্য।

কেন্দ্রীয় মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা ষষ্ঠ বারের জন্য জালাউন কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।

হামিরপুরে চলতি লোকসভায় বিজেপি প্রার্থী পুষ্পেন্দ্র সিং। তিনি ওই কেন্দ্রের দু’বারের সাংসদ। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসপির অজেন্দ্র সিং রাজপুত।

অন্যদিকে, বান্দায় বিজেপি টিকিট দিয়েছে বিদায়ী সাংসদ আর কে সিংকে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসপির কৃষ্ণা দেবী প্যাটেল। এবং বিএসপির মায়াঙ্ক দ্বিবেদী, যিনি প্রাক্তন বিএসপি নেতা প্রয়াত পুরুষোত্তম নরেশ দ্বিবেদীর ছেলে।

ফতেহপুরে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিদায়ী সাংসদ সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি ওই কেন্দ্রের দুবারের সাংসদ। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন এসপি রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল।

কৌশাম্বী লোকসভা আসনে বিজেপির সাংসদ বিনোদ সোনকার এবারের প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে এসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ বছর বয়সী পুষ্পেন্দ্র সরোজ। পুষ্পেন্দ্র এসপি নেতা ইন্দ্রজিৎ সরোজের ছেলে।

বারাবাঙ্কি লোকসভা আসনে বিজেপির রাজরানি রাওয়াত এবং কংগ্রেসের তনুজ পুনিয়ার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ফৈজাবাদে বর্তমান বিজেপি সাংসদ লাল্লু সিং তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। তিনি এসপি-র প্রবীণ রাজনীতিবিদ অবদেশ প্রসাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোন্ডা লোকসভা আসনটিতে বিজেপির বর্তমান সাংসদ কীর্তি বর্ধন সিং এবং এসপি-র শ্রেয়া ভার্মার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শ্রেয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেণী প্রসাদ ভার্মার নাতনি। এই নির্বাচনেই তাঁর রাজনৈতিক অভিষেক হচ্ছে।

রাহুল গান্ধী, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং
Lok Sabha Polls 24: মোদীর প্রাক্তন মন্ত্রীর ছেলে কংগ্রেসে, হরিয়ানায় হাত শিবিরে প্রাক্তন BJP বিধায়কও
রাহুল গান্ধী, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং
Mamata Banerjee: যাঁরা TMC এবং তাঁকে চোর বলছে, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি মমতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in