Lok Sabha Polls 24: গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দু'বারের BJP সাংসদের!

People's Reporter: এই যোগদানের পর ডি কে শিবকুমার বলেন, আমাদের নীতির জন্য সঙ্গনা করাদি কংগ্রেসে যোগ দিয়েছেন। উত্তর কর্ণাটকের দুটি জেলায় তাঁর প্রচুর সমর্থক রয়েছে। যা আমাদের জন্য অনেক লাভজনক।
মাঝে সঙ্গনা করাদি
মাঝে সঙ্গনা করাদিছবি - কর্ণাটক কংগ্রেসের ফেসবুক পেজ

আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছ থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দু'বারের সাংসদ সঙ্গনা করাদি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের উপস্থিতি কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তিনি। সঙ্গনার পাশাপাশি কংগ্রেসে যোগ দেন বেলাগাভি গ্রামীণের বিধায়ক শিবপুত্র মালাগি এবং অন্যান্য নেতারা।

এই যোগদানের পর শিবকুমার বলেন, আমাদের নীতির জন্য সঙ্গনা করাদি কংগ্রেসে যোগ দিয়েছেন। উত্তর কর্ণাটকের দুটি জেলায় তাঁর প্রচুর সমর্থক রয়েছে। যা আমাদের জন্য অনেক লাভজনক।

তিনি আরও বলেন, আমি এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যজুড়ে চারিদিকে যাচ্ছি। সাধারণ মানুষ বলছে কংগ্রেস যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ীই কাজ হচ্ছে। মানুষই কংগ্রেসের জয়ের গ্যারান্টি দিচ্ছেন।

উল্লেখ্য, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সঙ্গনার বদলে বাসবরাজ এস কিয়াভাটারকে প্রার্থী করেছে বিজেপি। তারপর থেকেই বিজেপির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন সঙ্গনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন সঙ্গনার সাথে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে কংগ্রেসে যোগ দান করেন তিনি।

২০১৯ লোকসভা নির্বাচনে ৩৮,৩৯৭ ভোটে কংগ্রেস প্রার্থী কে রাজাশেখর হিটনালের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সঙ্গনা। জয়ের ব্যবধান খুব কম থাকায় এবং বিজেপি সাংসদ দলে যোগ দেওয়ায় কোপ্পাল আসন জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব।

মাঝে সঙ্গনা করাদি
Supreme Court: ব্যালট পেপারে ভোট করানো নিয়ে অনীহা সুপ্রিম কোর্টের, ঝুলে রইলো VVPAT গণনার বিষয়ও
মাঝে সঙ্গনা করাদি
Lok Sabha Polls 24: 'তোলাবাজির নতুন কৌশল' - নির্বাচনী বন্ড দুর্নীতি নিয়ে মোদীকে তুলোধনা রাহুলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in