

লক্ষ্য ৪০০। সেই লক্ষ্য পূরণে যে কোনও পথে হাঁটতে রাজি বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি শিবিরে। সূত্র অনুসারে, যে কোনও মূল্যে ৪০০ আসন পেতে বদ্ধপরিকর ক্ষমতাসীন এনডিএ শিবির। এক্ষেত্রে অন্য দলের নেতাদেরও বিজেপি শিবিরে টানার জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটি।
মূলত যেসব আসনে বিজেপির জয়ের সম্ভাবনা কম অথবা জয়ের কোনও সম্ভাবনাই নেই সেই সব আসনের ক্ষেত্রে এই ফর্মুলায় আরও জোর দেওয়া হবে। বিশেষ করে গত নির্বাচনে যে ১৬০টি আসনে বিজেপি পরাজিত হয়েছিল সেইসব আসনে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।
সূত্র অনুসারে, এই কমিটি অন্যান্য রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, বিশেষ করে যাদের আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা আছে তাদের বিজেপিতে নিয়ে আসার চেষ্টা করবে। এক্ষেত্রে মূল গুরুত্ব দেওয়া হবে নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে ওই নেতার প্রভাব এবং নির্বাচনে জয়ের ক্ষেত্রে তাঁর সম্ভাবনার বিষয়টিকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে নয়াদিল্লীতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র অনুসারে, এই বৈঠকেও বিভিন্ন নেতৃত্বকে সুস্পষ্টভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে জয়েনিং কমিটির প্রধান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে লোকসভায় একবারই ৪০০ আসনের গণ্ডী অতিক্রম করতে পেরেছিল কংগ্রেস। ইন্দিরা গান্ধীর হত্যাকান্ডের পর ১৯৮৪-র নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে সেবার কংগ্রেস ৪০০-র বেশি আসন পায়। সেবারই শেষবার কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ শরিক বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মাঝের সবকটি নির্বাচনেই কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন