

চলতি মাসের শেষেই আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রথম তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। সূত্র অনুসারে, বিজেপির পক্ষ থেকে জানুয়ারি মাসের শেষে কমপক্ষে ১৫০ থেকে ১৬০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ওই সূত্র অনুসারে, এবারের প্রার্থী তালিকায় খুব প্রয়োজন না হলে ৭০ বছরের বেশি বয়স্ক কাউকে প্রার্থী করতে ইচ্ছুক নয় বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। যেসব ক্ষেত্রে ৭০ বছরের বেশি বয়স্কদের প্রার্থী না করলে সমস্যা হতে পারে একমাত্র সেইসব কেন্দ্রেই তাঁদের প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। নির্বাচনী প্রচারে যাতে যথেষ্ট সময় পাওয়া যায় এবং দলের পুরো শক্তিকে ব্যবহার করা যায় তাই তড়িঘড়ি জানুয়ারির শেষেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আসন্ন নির্বাচনে যত বেশি সম্ভব আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে বিজেপি।
বর্তমান লোকসভা সাংসদদের মধ্যে ৫৬ জন বিজেপি সাংসদের বয়স ৭০ বা তার বেশি। এই তালিকায় আছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভি কে সিং, এস এস আলুয়ালিয়া, রবি শঙ্কর প্রসাদ, পি পি চৌধুরী, রাধা মোহন সিং, জগদম্বিকা পাল, শ্রীপদ সিং, গিরিরাজ সিং প্রমুখ।
সূত্র জানিয়েছে, প্রার্থীদের বয়স সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি যাতে না ঘটে তাই স্পষ্টভাবেই জানানো হয়েছে ৭০ বছর বয়স হলেই প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে যাবেন বিষয়টা এমন নয়। বিগত সময় যারা দক্ষতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেছেন প্রার্থী নির্বাচনের সময় তাঁদের কথা গুরুত্ব দিয়ে ভাবা হবে।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম প্রার্থী তালিকা প্রকাশের আগে তিনি এই কমিটির সঙ্গে এক বৈঠকে বসতে পারেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের আগেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
জানা গেছে, এবারের লোকসভা নির্বাচনে মূলত তরুণ এবং মহিলাদের লক্ষ্য করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছিল ৩০৩ আসন। সেবার ৪৩৭ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। এবারের নির্বাচনে বিজেপি আগে যেসব আসনে কখনও জেতেনি সেরকম কিছু আসনে বিশেষ জোর দিতে চাইছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন