Lok Sabha Polls 24: পরে দল, আগে দেশ - চার রাজ্যে কংগ্রেস-আপ আসন সমঝোতা চূড়ান্ত
আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আপ ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। ফলে কিছুটা হলেও সফল হলো ইন্ডিয়া মঞ্চ। শনিবারই আসন ভাগাভাগির কথা স্পষ্ট করে কংগ্রেস ও আপ।
দিল্লি, হরিয়ানা, গোয়া, গুজরাট এবং চন্ডীগড়ে একজোট হয়ে লড়বে আম আদমি পার্টি এবং কংগ্রেস। এই আসন সমঝোতার দায়িত্বে কংগ্রেসের তরফ থেকে ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক। আপের তরফ থেকে ছিলেন সাংসদ সন্দীপ পাঠক, দিল্লি মন্ত্রিসভার দুই সদস্য সৌরভ ভরদ্বাজ এবং অতিশী।
কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক বলেন, 'আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো দেশ। পরে দল। দেশের জন্য আমরা একজোট হয়ে লড়বো। এবারের লড়াই দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই।'
কংগ্রেসের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, নিউ দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি এবং পূর্ব দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। কংগ্রেস লড়বে চাঁদনি চক, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব দিল্লিতে। হরিয়ানার কুরুক্ষেত্র লোকসভা আসন বাদে সবক'টিতে লড়বে কংগ্রেস। কুরুক্ষেত্র আসনটি আপ প্রার্থীর জন্য ছাড়া হয়েছে।
এছাড়া আরও জানানো হয়, গোয়ার দুটি লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। হাত শিবিরের প্রার্থীকে সমর্থন করবে আপ। গুজরাটের ২৬টি লোকসভা আসনে ২৪টিতে লড়বে কংগ্রেস। ভাবনগর এবং ভারুচে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। চন্ডীগড়েও বিজেপির বিরুদ্ধে লড়বে কংগ্রেস। সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি।
তবে চার রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত হলেও এখনও অনিশ্চিত পাঞ্জাবে কংগ্রেস ও আপের জোট। প্রথম থেকেই পাঞ্জাবের আপ ও কংগ্রেস নেতৃত্ব একলা চলো নীতিতেই অনড় রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত পাঞ্জাবে জোট হয় কিনা।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

