Lok Sabha Polls 24: এক নজরে ষষ্ঠ দফার নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং হেভিওয়েট প্রার্থীরা

People's Reporter: ষষ্ঠ দফায় দেশের মোট ৫৮ টি কেন্দ্রে ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে ভোট হতে চলেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রেও।
ষষ্ঠ দফা নির্বাচনে দেশের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এক নজরে
ষষ্ঠ দফা নির্বাচনে দেশের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এক নজরে প্রতীকী ছবি

আগামি ২৫ মে, শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। এই পর্বে ভোট হতে চলেছে দেশের ৭ টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮ টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গের ৮ টি কেন্দ্রে ভোট হচ্ছে এই দফায়। পাশাপাশি, এই পর্বে দিল্লির ৭ টি এবং হরিয়ানার ১০ টি আসনে নির্বাচন।

ষষ্ঠ দফায় ৫৮ টি কেন্দ্রে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে ভোট হতে চলেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রেও। উল্লেখ্য, ওই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল গত ৭ মে। কিন্তু কিছু সমস্যার কারণে ভোট পিছিয়ে ২৫ মে করেছে নির্বাচন কমিশন।

এক নজরে ষষ্ঠ দফায় নির্বাচন হওয়া লোকসভা কেন্দ্রগুলি -

পশ্চিমবঙ্গঃ ষষ্ঠ দফায় মোট ৮ টি কেন্দ্রে ভোট হতে চলেছে রাজ্যে। সেগুলি হল – তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর।

বিহারঃ বিহারেও ষষ্ঠ দফায় ৮ টি কেন্দ্রে ভোট হতে চলেছে। সেগুলি হল - বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূরবী চম্পারণ, শেওহর, বৈশালী, গোপালগঞ্জ (এসসি), সিওয়ান এবং মহারাজগঞ্জ।

দিল্লিঃ ষষ্ঠ দফায় দিল্লির সব কটি কেন্দ্রেই নির্বাচন। কেন্দ্রগুলি হল - চাঁদনি চক, উত্তর পূর্ব-দিল্লি, পূর্ব দিল্লি, নয়া দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লি।

হরিয়ানাঃ এই দফায় হরিয়ানার সব কটি আসনেই নির্বাচন। আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কর্নাল, সোনিপাত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরগাঁও এবং ফরিদাবাদ।

জম্মু ও কাশ্মীরঃ এই দফায় জম্মু ও কাশ্মীরে একটি আসনে নির্বাচন। সেটি হল - অনন্তনাগ-রাজৌরি।

ওড়িশাঃ এই দফায় ওড়িশার ভুবনেশ্বর, পুরী, ঢেনকানাল, কেওনঝার, কটক এবং সম্বলপুরে নির্বাচন।

উত্তরপ্রদেশঃ ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, শ্রাবস্তি, ডোমরিয়াগঞ্জ, বস্তি, সন্ত কবির নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর এবং ভাদোহিতে নির্বাচন।

ঝাড়খন্ডঃ এই দফায় ঝাড়খন্ডের চারটি কেন্দ্রে ভোট হতে চলেছে। সেগুলি হল - গিরিডিহ, ধানবাদ, রাঁচি এবং জামশেদপুর।

ষষ্ঠ দফার ভোটে দেশের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র ও প্রার্থী –

পশ্চিমবঙ্গ -

তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায় (বিজেপি) বনাম দেবাংশু ভট্টাচার্য (তৃণমূল) বনাম সায়ন ব্যানার্জি (সিপিআইএম)

ঝাড়গ্রাম: কালিপদ সোরেন (তৃণমূল) এবং প্রণত টুডু (বিজেপি)

মেদিনীপুর: অগ্নিমিত্রা পাল (বিজেপি) এবং জুন মালিয়া (তৃণমূল)

ঘাটালঃ দীপক অধিকারী দেব (তৃণমূল) এবং হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ (বিজেপি)

বিহার –

বাল্মিকি নগর: সুনীল কুমার কুশওয়াহা (জেডি(ইউ)) এবং দীপক যাদব (আরজেডি)

পশ্চিম চম্পারণ: সঞ্জয় জয়সওয়াল (বিজেপি) এবং মদন মোহন তিওয়ারি (কংগ্রেস)

পূরবী চম্পারণ: রাধা মোহন সিং (বিজেপি) এবং রাজেশ কুশওয়াহা (ভিআইপি)

গোপালগঞ্জ: অলোক কুমার সুমন (জেডি(ইউ)) ও প্রেমনাথ চঞ্চল (ভিআইপি)

দিল্লি –

নয়াদিল্লি: বাঁসুরি স্বরাজ (বিজেপি) এবং সোমনাথ ভারতী (এএপি)

উত্তর-পূর্ব দিল্লি: মনোজ তিওয়ারি (বিজেপি) এবং কানহাইয়া কুমার (কংগ্রেস)

উত্তর-পশ্চিম দিল্লি: উদিত রাজ (কংগ্রেস) এবং যোগেন্দ্র চান্দোলিয়া (বিজেপি)

চাঁদনি চক: প্রবীণ খান্ডেলওয়াল (বিজেপি) এবং জয় প্রকাশ আগরওয়াল (কংগ্রেস)

হরিয়ানা –

কর্নাল: মনোহর লাল খট্টর (বিজেপি) এবং সাতপাল ব্রহ্মচারী (কংগ্রেস)

কুরুক্ষেত্র: নবীন জিন্দাল (বিজেপি) এবং সুশীল গুপ্ত (এএপি)

গুরগাঁও: রাও ইন্দ্রজিৎ সিং (বিজেপি) এবং রাজ বব্বর (কংগ্রেস)

রোহতক: দীপেন্দ্র সিং হুডা (কংগ্রেস) এবং অরবিন্দ কুমার শর্মা (বিজেপি)

আম্বালা: বরুণ চৌধুরী (কংগ্রেস) এবং বান্টো কাটারিয়া (বিজেপি)

জম্মু ও কাশ্মীর –

অনন্তনাগ-রাজৌরি: মেহবুবা মুফতি (জেকেপিডিপি) এবং মিয়াঁ আলতাফ আহমেদ লারভি

উত্তরপ্রদেশ –

সুলতানপুর: মেনোকা গান্ধী (বিজেপি) এবং রামভুয়াল নিষাদ (এসপি)

আজমগড়: দীনেশ লাল যাদব 'নিরহুয়া' (বিজেপি) এবং ধর্মেন্দ্র যাদব (এসপি)

এলাহাবাদ: উজ্জ্বল রেবতী রমন সিং (কংগ্রেস) এবং নীরজ ত্রিপাঠি (বিজেপি)

জৌনপুর: কৃপাশঙ্কর সিং (বিজেপি) এবং বাবু সিং কুশওয়াহা (এসপি)

ঝাড়খন্ড –

রাঁচি: সঞ্জয় শেঠ (বিজেপি) এবং যশস্বিনী সহায় (কংগ্রেস)

জামশেদপুর: সমীর মোহান্তি (জেএমএম) এবং বিদ্যুৎ বরণ মাহাতো (বিজেপি)

গিরিডি: চন্দ্র প্রকাশ চৌধুরী (এজেএসইউ) এবং মথুরা প্রসাদ মাহতো (জেএমএম)

ষষ্ঠ দফা নির্বাচনে দেশের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এক নজরে
Lok Sabha Polls 24: 'ভোট দেওয়ারও প্রয়োজন মনে করেননি', একাধিক কারণে দলীয় সাংসদকে শোকজ নোটিশ বিজেপির
ষষ্ঠ দফা নির্বাচনে দেশের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এক নজরে
কমিশনের নির্দেশে ক্ষুব্ধ অভিজিৎ গাঙ্গুলি! আদালতের যাওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in