Lok Sabha Polls 24: এনডিএ এই ভোটে হারবে, জয়ী হবে ইন্ডিয়া মঞ্চ - দাবি তেজস্বীর

People's Reporter: অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্বে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান আরজেডি নেতা তেজস্বী যাদব। কোমরের ব্যথায় কাতর তেজস্বী যাদব এদিন হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন।
ভোট দেবার পর তেজস্বী যাদব
ভোট দেবার পর তেজস্বী যাদবছবি তেজস্বী যাদবের এক্স হ্যান্ডেলের সৌজন্যে

“দেশে আগামী সরকার গঠন করবে ইন্ডিয়া মঞ্চ, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পরাজিত হবে।” শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্বে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান আরজেডি নেতা তেজস্বী যাদব। কোমরের ব্যথায় কাতর তেজস্বী যাদব এদিন হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ৪ জুন নির্বাচনের ফলাফল বেরোলে সরকার গঠন করবে ইন্ডিয়া মঞ্চের জোট। এনডিএ এই নির্বাচনে পরাজিত হবে।

বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে এদিন কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তেজস্বী বলেন, “আপনারা আমাকে বলুন কারা এই বুথ ফেরত সমীক্ষা করেন এবং কে এই সমীক্ষাকে গুরুত্ব দেন? আসল সত্যি হল, আমরা মাটি কামড়ে পড়ে আছি, মানুষের মাঝে আছি এবং মানুষ কী চাইছে তা আমাদের কাছে স্পষ্ট।” এর আগেও শনিবার সপ্তম দফার শেষে বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষার যে বিতর্ক শুরু হবে তা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দলের কোনও প্রতিনিধি এই সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন না।

শনিবার সপ্তম দফার ভোটদানের শেষ নয়াদিল্লীতে ইন্ডিয়া মঞ্চের বৈঠক সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তেজস্বী জানান, আমি ওই বৈঠকে উপস্থিত থাকবো এবং আমাদের পরবর্তী কর্মসূচী কী হবে তা আমরা বৈঠকের পরে জানাবো।

কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর ধ্যান করা প্রসঙ্গে তেজস্বীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা শুধুমাত্র ফোটোসেশন। যার সঙ্গে সাধারণ মানুষ – যারা সংবিধান রক্ষা করার জন্য এবং মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে সরকারকে শাস্তি দেবার জন্য ভোট দেবেন তাদের কোনও সম্পর্ক নেই।

ভোট দেবার পর তেজস্বী যাদব
Live Blog: Lok Sabha Polls 24: ভোটদানের হারে এগিয়ে বসিরহাট, রাজ্যে বেলা ১টা পর্যন্ত ভোট পড়লো ৪৫.০৭%
ভোট দেবার পর তেজস্বী যাদব
Lok Sabha Polls 24: ভোটপর্ব মিটলেই বিকেলে ইন্ডিয়া-র বৈঠক, বুথ ফেরত সমীক্ষা আলোচনা বয়কট কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in